Site icon Trickbd.com

এশিয়া কাপ 2023 সকল ম্যাচ দেখুন এড ঝামেলা ছাড়া ১০০% বাফারলেস

Unnamed

এশিয়া কাপের লাইভ ম্যাচ আপনারা চাইলেই https://live.techpriyo.com এ দেখতে পারবেন এটা আগের পোস্টে আপনারা জানতে পেরেছেন।

তবে এই সাইটের একটা কিছু সীমাবদ্ধতা রয়েছে তা কাটিয়ে আপনারা চাইলে অ্যাপ এবং m3u ফাইল এর মাধ্যমেও খেলা দেখতে পারবেন।
চলুন দেখি কিভাবে অ্যাপ এবং m3u ফাইল দিয়ে খেলা দেখবেন।

তারজন্য আপনারা প্রথমে BDIX TV 24 App ডাউনলোড করে আপনার ফোনে ইন্সটল করে নিবেন।

এই অ্যাপ এ এশিয়াকাপের অনেক চ্যানেলের পাশাপাশি দেশি বিদেশি বিভিন্ন চ্যানেল রয়েছে। তাই এখান থেকে আপনারা লাইভ খেলা বা টিভি দেখতে পারবেন।

Screenshot :

অ্যাপ এর প্রধান সুবিধা হচ্ছে এতে কোনো এড নেই। আর যদি সার্ভারে সমস্যা হয় তবে bdix tv এর টেলিগ্রাম চ্যানেলে জানালে বা অটোমেটিক আপডেট হয়ে যাবে।
তাই অন্যান্য অ্যাপ থেকে অনেক আরামে দেখতে পারবেন বলে আশা করি।

সেই সাথে আপনি পিসিতে দেখলে https://live.techpriyo.com ওয়েব সাইটের পাশাপাশি m3u ফাইল ত রয়েছেন। নিচে m3u ফাইলের Mediafire লিংক দেওয়া হলো :

SPORTS M3U এই ফাইলে ক্রিকেট, ফুটবল, টেনিস, রাগবি সহ প্রায় সকল খেলার কোনো না কোনো আন্তর্জাতিক চ্যানেল পেয়ে যাবেন।

এই ফাইল আপনি Televizo অথবা IPTV smarter Pro অ্যাপ এ ব্যবহার করে সকল স্পোর্টস চ্যানেল বাফারলেস দেখতে পারবেন।
প্রথম লোডিং এর সময় ২-৫ সেকেন্ড সময় নিলেও এরপর বাফারলেস চলবে কারন এই ফাইল BDIX কানেক্টেড না। এর সার্ভার অন্য কোথাও।

স্ক্রিনশট :

যদি m3u ফাইলের কোনো আপডেট আসে তবে এই পোস্টে আমি লিংক দিয়ে রাখব। আপনারা এখান থেকে আপডেট করে নিতে পারবেন।

আশাকরি আপনারা এখন ইন্টারনেটে ফ্রিতে লাইভ এশিয়াকাপ দেখতে পারবেন আপনার ফোন টিভি বা পিসিতে।
আর আজ সবথেকে হাই ভোল্টেজ ম্যাচ মানে ভারত পাকিস্তান ত রয়েছেন