Site icon Trickbd.com

এখন আপনার ফোন দিয়েই পরীক্ষা করুন প্রডাক্ট গুলো BSTI অনুমোদিত কি না।এবং ওই প্রডাক্টের লাইসেন্স আছে কি না, লাইসেন্স এর মেয়াদ কতদিন।

 

আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভাল আছি

টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন আসলে এইটা কি ধরনের অ্যাপ ।যাইহোক তবুও বলি এইটা এমন একটা অ্যাপ যা দিয়ে যে সব প্রডাক্টের পেছনে BSTI লিখা আছে এবং বিডিএস নাম্বার আছে সেই নাম্বার জাস্ট অ্যাপের ভেতরের সার্চ বক্সে দিলে প্রডাক্টির ফুল ডিটেইল চলে আসবে।

এক নজরে অ্যাপটির রিভিউ দেখে নেয়া যাক।

১। জেলা পর্যায়ের বিভিন্ন কম্পানির নাম।

২।যেকোন প্রডাক্টের বিডিএস নাম্বার দিয়ে সার্চ।

৩।প্রডাক্টের ফুল ডিটেইল জানা।

৪।প্রডাক্ট লাইসেন্স কতোদিন আছে।কবে লাইসেন্স নেয়া হইছে।রেনুউ কবে হইছে সব কিছু জানতে পারবেন।

৫।প্রডাক্টটি কি নামে রেজিস্ট্রেশন করা আছে।

সহ আরো অনেক কিছু জানতে পারবেন।তাই আর দেরি কেন এখনি ডাউনলোড করে নিন কাজের এই অ্যাপটি।
অ্যাপ গুলো খুজে বের করতে এবং টিউন লিখতে অনেক কষ্ট হয় তাই অবশ্যই  আপনার মূল্যবান মতামত দিবেন।আর কেও কপি পেষ্ট করলে প্লিজ ক্রেডিট টা দিতে ভুলবেন না।

ডাউনলোড করার জন্য Download Now এর নিচে টিক চিহ্ন তুলে দিয়ে Download Now ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।অন্যকোন পেজে গেলে ব্যাক করে আসুন।আর অবশ্যই ফোনের ডিফল্ট ব্রাউজার বা UC ব্রাউজার ব্যাবহার করবেন।

ডাউনলোড লিংক কমেন্টে দেয়া আছে দেখুন।