Site icon Trickbd.com

এবার সব কিছু ডাউনলোড করুন রকেটের গতিতে।৪গুন স্পিডে সব কিছু ডাউনলোড হবে কথা দিলাম।

কি অবস্থা সবার।কেমন আছেন আপনারা।

কেমন হয় যদি পিসির Internet Download Manager(IDM) এর মতো আপনার এন্ড্রয়েট ফোনেও একটা IDM থাকে।
পিসিতে IDM কে না ইউজ করছেন।ফাস্ট ডাউনলোড বলতে আমরা প্রথম IDM কেই বুঝি।তো যাইহোক আপনাদের জন্য নিয়ে আসলাম এন্ড্রয়েট IDM।তাও আবার সুপার মুডেড।হয়তো এই অ্যাপ ইউজ করছেন।কিন্তু আমি যেইটা দিচ্ছি সেইটা মুড ভার্সন।

কি কি থাকছে এই অ্যাপস এ।

# ফাস্ট ডাউনলোড।
# Resume সাপোর্ট।
# অটো ক্যাপচার।

# এক সাথে অনেক ডাউনলোড সুবিধা।
# ইন্টারনেট ব্রাউজার।
# ডাউনলোড এলার্ট।
# সম্পূর্ণ এড বিহীন।
# পেইড ভার্সন।
# এছাড়াও আরো অনেক সুবিধা তো থাকছেই।

গুগল প্লেস্টোর থেকে নিতে গেলে আপনার কিছু ডলার গুনতে হবে।কিন্তু আমি দিচ্ছি একদম ফ্রি তাও আবার ডাইরেক্ট ডাউনলোড লিংক সহ।
তো আর দেরি কেন ডাউনলোড করে উপভোগ করুন ফাস্ট ডাউনলোড সুবিধা।

অ্যাপ সম্পর্কে আর বেশি কিছু বলতে চাচ্ছি না।শুধু বলবো ডাউনলোড করে নিন।

ডাউনলোড করার জন্য Download Now এর নিচে টিক চিহ্ন তুলে দিয়ে Download Now ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।অন্যকোন পেজে গেলে ব্যাক করে আসুন।আর অবশ্যই ফোনের ডিফল্ট ব্রাউজার বা UC ব্রাউজার ব্যবহার করবেন।

অ্যাপ ডাউনলোড লিংক কমেন্টে দেয়া আছে দেখুন।

আমার সাইটে সর্বপ্রথম প্রকাশিত।
Exit mobile version