Site icon Trickbd.com

কিভাবে যোগ করবেন Android মোবাইলে ভার্চুয়াল Soft Keys? (No Root Needed)

আসসালামুয়ালাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আপনাদের দোয়ায় আমিও ভাল আছি।

টাইটেল দেখে এতক্ষণে হয়ত বুঝে গেছেন আজকে কি নিয়ে টিউন টি করব।

এখন ৯০% মানুষই Android Phone ব্যবহার করে। আর সে ক্ষেত্রে অনেকেই সেই মোবাইল নিয়ে অনেক ধরনের সমস্যায় পড়েন। সেই সমস্যা গুলোর মধ্যে একটা হচ্ছে মোবাইল এর টাচ বাটন নষ্ট হয়ে যাওয়া। আমি নিজেও এই সমস্যায় পড়েছি। আমার মোবাইল এর মডেল হচ্ছে Samsung Galaxy SII Plus. সার্ভিসিং করতে গিয়ে আমার টনক নড়ে গেল। বলল ১২০০ টাকা লাগবে। যেহেতু পড়ালেখা করি সেহেতু এত টাকা দিয়ে মোবাইল ঠিক করানোর কোন প্রশ্নই আসে না। তাই নিজেই নেমে পড়লাম এই সমস্যা সমাধানের জন্য।

অবশেষে পেয়ে গেলাম Solution. তাই মনে হল আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। বেশ কিছু অপশন পেলাম, বেশ কিছু সফটওয়্যার  ও পেলাম। কিন্তু কিছু কিছু সফটওয়্যার ব্যবহার করতে হলে রুট এক্সেস লাগে। রুট করতে গেলে আরেক ঝামেলা। তাই খুঁজে বের করলাম কিভাবে রুট না করে সফট কী গুলো ব্যবহার করা যায়।

নিয়ে নিন সবচেয়ে পপুলার ২টি সফটওয়্যার।

Button Savior (No Root)

Back Button (No Root)

ইন্সটল করে ব্যবহার করুন। বাকিটা আপনারাই বুঝে যাবেন।

বিঃদ্রঃ ডাউনলোড করার জন্য “Download now” এ ক্লিক করার পর “Click here to download” এ ক্লিক করবেন ।

পোস্ট টি প্রথম প্রকাশিত হয় এখানে, চাইলে ঘুরে আসতে পারেন।