Site icon Trickbd.com

সহজেই এন্ড্রয়েড এর ফন্ট বদলান

আশা করছি সকলেই ভালো আছেন।ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভালো থাকে।তো কিছু বলব না,কাজের কথায় আসি।টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কোন বিষয়ের উপর আজকের টিউন।

এখন প্রায় সকলের হাতেই এন্ড্রয়েড।অনকেই এন্ড্রয়েড ফ্রন্ট চেন্জ করতে গিয়ে ঝামেলায় পড়েন,কিন্তু এটা কি ঝামেলার কাজ??

অনেকেই ফন্ট বদলানোর জন্য হয় জটিল ধরনের ফ্ল্যাশ করেন অথবা সম্পূর্ন রোম বদলায়। আবার অনেকে সিস্টেম থেকে ফন্ট এর আর্কাইভ খুজে তা আপডেট করে কাস্টম স্ক্রিপ্ট এর মাধ্যমে। সবগুলো পদ্ধতিই অনেক জটিল। এতে ঝামেলা না করেও Fontster নামক অ্যাপ দিয়ে আপনি সহজেই আপনার এন্ড্রয়েড সিস্টেম এর ফন্ট বদলাতে পারবেন।

এতে রয়েছে শতাধিক ফন্ট এর লাইব্রেরি যেখান থেকে আপনার পছন্দের ফন্ট টি সহজেই বেছে নিতে পারবেন। যেকোন ফন্ট অ্যাপ্লাই করতে পারবেন সিস্টেম ফন্ট হিসেবে।

তবে এর জন্য অবশ্যই আপনার ডিভাইস টি রুটেড হতে হবে। এটি AOSP এর কাছাকাছি ROM গুলোতে ভালো কাজ করে।

আপনার পছন্দের ফন্ট টি ইন্সটল করার পর আপনার ডিভাইস টি রিবুট হবে। তারপর আপনি আপনার কাঙ্খিত ফন্ট টি আপনার মোবাইল এ পাবেন!

এটি আপনি প্লে ষ্টোর থেকে বিনামুল্যে ডাউনলোড করতে পারেন এখান থেকে ডাউনলোড করুন

টিউনটি আপনার কাজে লাগলে একবার ঘুরে আসুন।ধন্যবাদ।

Exit mobile version