Site icon Trickbd.com

নিয়ে নিন প্লেস্টোরের পেইড অ্যাপ নামানোর জনপ্রিয় অ্যাপ Blackmart এর লেটেস্ট ভার্সন,যেটি আজই আপডেট হয়েছে

আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই?আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আমিও আল্লাহর রহমত ও আপনাদের দোয়ায় ভালই আছি।আজ আপনাদের সাথে খুব পরিচিত এবং বেশ জনপ্রিয় একটি অ্যাপ Blackmart এর লেটেস্ট ভার্সন নিয়ে এসেছি যার মাধ্যমে আগের চেয়ে দ্রুত গতিতে প্লেস্টোরের পেইড অ্যাপ যেগুলো ডলার দিয়ে কিনতে হয় সেগুলো ফ্রীতে ডাউনলোড করতে পারবেন।প্লেস্টোরের প্রায় সব ক্যাটাগরির ই গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় অ্যাপ গুলোতে ডলার যোগ করা তহহাকে অর্থাৎ সেগুলো ডাউনলোড করতে হলে উল্লেখিত ডলার পরিশোধ করতে হববে আবার এই ডলার পরিশোধ করতে আবার পেপাল, মাস্টারকার্ড অ্যাকাউন্ট থাকতে হয় যেগুলো বাংলাদেশে এভেইলেবল না তাই সেসব অ্যাপ ডাউনলোড করার জন্য আমাদের এই বিকল্প পথ অবলম্বন করতে হয়!

.
প্লেস্টোরের পেইড অ্যাপ গুলো ফ্রীতে ডাউনলোড করার অনেক অ্যাপ থাকলেও বেস্ট এবং ইউজার রেস্পন্স কিন্তু এই Blackmart এর ই বেশী।আমরা ও সাধারণত এটাই ব্যবহার করে থাকি।এই অ্যাপ নিয়ে নতুন করে কিছু বলার নেই।যাদের কাছে Balckmart এর লেটেস্ট ভার্সন সংগ্রহে নেই তারা এখান থেকে সংগ্রহ করে নিন।

Click Here To Download

বিঃদ্রঃ ডাউনলোড করার জন্য “Download now” এ ক্লিক করার পর “Click here to download” এ ক্লিক করবেন ।

Note – মোবাইল ব্যবহারকারীরা ডাওনলোডের জন্য ইউসি ব্রাউজার ব্যবহার করুন

আমার সাইট, চাইলে ঘুরে আসতে পারেন