Site icon Trickbd.com

এন্ড্রয়েডের জন্য নিয়ে দারুন একটি ফটো এডিটর সফটওয়্যার!!!

আজ হঠাত করে আমার একটি ফটো
ইডিট করার দরকার হল। বাহিরে ছিলাম তাই
কম্পিউটার ছিলনা কাছে। ছিল এন্ড্রয়েড
মোবাইল। ভাবলাম এটা দিয়ে কাজ চালাব।
অনেক ফটো ইডিটর ডাউনলোড করলাম একটা
দিয়েও কাজ হলনা। অবশেষে একটি ফটো
ইডিটর আমার ভালো লাগল। তাই আপনাদের
সাথে শেয়ার করতে বসলাম। আসলে ফটো
ইডিট করা মানে ফটো নিয়ে কাজ করতে
ভালোই লাগে। ফটো উঠা একটা শখ। আমরা
যখন ফটো উঠি তা আবার ঠিক ঠাক না করলেও
হয় না। কিছু না কিছু পরিবরতন আনতেই হয়।
তানাহলে আবার ফটো ভালো দেখায় না।
যায় হোক, কাজের কথায় আসি।
তাহলে চলুন এই এপটির বিষয়ে বিস্তারিত
জানি।

এই এপটি খুব সাধারণ এবং সহজ একটি এপ। এই
এপের সাহায্যে খুব সহজে কাজ করা যায়।
আসুন জানি এটা দিয়ে কি কি করা যায়
১. একটি ফটোকে বৃদ্ধ করতে পারবেন
২. ব্লোরিং এর ইফেক্ট
৩. বিভিন্ন নকশা/রেখার ইফেক্ট
৪. ব্রাইটনেস নিয়ন্ত্রণ
৫. সাদাকালো ছবি
৬. কালার ব্যালান্স
৭. মিররিং করতে পারবেন
৮. রিফ্লেকশনের অপশন
৯. কুন কাজে ভূল হলে আগের স্থানে ফিরে
আসতে পারবেন। এছাড়াও আরও অনেক কাজ
করতে পারবেন সময় কম তাই লিখতে পারলাম
না।
বাকিটা আপনি নিজেই দেখে নিন।
এই এপটি এর আগে কেউ আপনাদের সাথে
শেয়ার করেছে কিনা জানিনা। তবে আমি
প্রথম শেয়ার করছি। কারো প্রয়োজন মনে হলে
ডাউনলোড করতে পারেন।
Software Name: Photo Editor for
Android.Apk এখানে যান।
আপনাদের যদি কারো পছন্দের গেম,এপ থেকে
থাকে রিকোয়েষ্ট করতে পারেন আমি যথা
সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা
করব। আপনারা আমার জন্য দোয়া করবেন।
ভালো থাকবেন সবাই। ধন্যবাদ

DownLoad Now

Exit mobile version