আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভাল আছি।
N.B- অবশ্যই পুরো টিউন পড়বেন না হলে ডাউনলোড করতে সমস্যা হতে পারে।আর ভাল লাগলে অবশ্যই সেয়ার করবেন।
আমরা কম বেশি সবাই ফেসবুক চালায়,কিন্তু ফেসবুক অ্যাপ থেকে চালাতে গেলে অনেক ডাটা খরচ হয় তাছাড়া চ্যাট করার জন্য আবার আলাদা ম্যাসেঞ্জারের প্রয়োজন হয়।কিন্তু আমি যে অ্যাপ দিবো তা দিয়ে আপনি কম ডাটা খরচেই ফেসবুক চালাতে পারবেন এবং ফেসবুক অফিসিয়াল অ্যাপের সকল সুবিধা পাবেন।এছাড়াও এই একটি অ্যাপেই আপনি অনেক গুলো ফেসবুক আইডি চালাতে পারবেন।
চলুন দেখে নেয়া যাক অ্যাপটির সংখিপ্ত রিভিউ।
- কম ডাটা খরচ।
- অ্যাপ সাইজ ২ মেগাবাইট।
- ব্যাটারি চার্জ কম খায়।
- অনেক গুলো থিম ইউজের সুবিধা।
- একসাথে অনেক গুলো আইডি ব্যাবহারের সুবিধা।
- অনেক ফাস্ট।
আরো অনেক ফিচার পাবেন।আর তাছাড়া অ্যাপটি সম্পূর্ণ প্রিমিয়াম বলে এডের কোন জন্ত্রনা নাই।শুধু বলবো ডাউনলোড করে নিন।
ঝামেলাবিহীন ভাবে ডাউনলোড করার জন্য যেকোন ব্রাউজার ব্যাবহার করুন তারপর Download Now তে ক্লিক করুন অন্য কোন পেজে গেলে ব্যাক বাটন চেপে আগের পেজে এসে→ Click Here to Downlod ক্লিক করুন তাইলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।অপেরা মিনি বা ইউসি ব্যাবহার করলে ভাল হয়।
-:অ্যাপ ডাউনলোড লিংক ১ :-
-:অ্যাপ ডাউনলোড লিংক ২ :-
এই অ্যাপের লাইট ভার্সন ইউজ করতে চাইলে এই লিংকে ক্লিক করুন।
আপনাদের জন্যই এতো কিছু করা তার বিনিময়ে কিছুই চাওয়ার নাই শুধু বলবো একটু সাথে থাকবেন তাহলেই অনেক।অ্যাপ গুলো খুজে বের করতে এবং টিউন লিখতে অনেক কষ্ট হয় তাই অবশ্যই আপনার মূল্যবান মতামত দিবেন।আর কেও কপি পেষ্ট করলে প্লিজ ক্রেডিট টা দিতে ভুলবেন না।ভাল লাগলে সেয়ার করতেও ভুলবেন না কিন্তু।