Site icon Trickbd.com

কাজের সময় অটোম্যাটিক সাইলেন্ট হবে আপনার মোবাইল। আর কোন টেনশন করতে হবে না মোবাইল সাইলেন্ট করে রাখলাম কি না। দেখুন Awsome একটা App

Unnamed

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি অ্যাপ নিয়ে এসেছি। যা আপনাদের ভাল লাগবে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। এই কাজের সময় হঠাৎ করে ফোন বেজে উঠলে…… বুঝেন অবস্থা। এই অ্যাপ টি আপনাদের কাজের সময় অটোম্যাটিক ফোন কে আপনার টাইম অনুযায়ি সাইলেন্ট মোড এ নিয়ে যাবে।

এই পদ্ধতিতে আমরা একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করব যা ঐ অ্যাপে আপনার সেট করা দিন/তারিখ ও সময় অনুযায়ী সাইলেন্ট মোডে চলে যাবে এবং আপনার সেট করা দিন/তারিখ ও সময় অনুযায়ী সাধারন মোডে চলে আসবে। এই অ্যাপে বিভিন্ন
অনুষ্ঠানের নাম অনুযায়ী সাইলেন্ট মোড নির্ধারণ করতে পারবেন। তাহলে চলুন শুরু করি কিভাবে অটোমেটিক সাইলেন্ট ও জেনারেল মোডে চলে যাবে আপনার মোবাইল।

১) অটোমেটিক আপনার মোবাইল সাইলেন্ট করার জন্য প্রথমে আপনি এখান থেকে অ্যাপটি ডাউনলোড করুন এবং ইন্সটল করুন।
২) এরপর ঐ অ্যাপের Add Event -এ ক্লিক করুন।

৩) তারপর ইভেন্টের নাম এবং দিন নির্ধারণ করে অটোমেটিক আপনার মোবাইল সাইলেন্ট হওয়ার জন্য Start time -এ সাইলেন্ট হওয়ার সময় এবং End Time-এ জেনারেল (রিং) মোডে যাওয়ার সময় সেট করে দিন।

৪)আপনি নোটিফিকেশনসহ অন্যান্য এলার্ট সেটিংসে সেট করতে পারেন।

৫) এখন Save ক্লিক করুন এবং আপনার ইভেন্টে আপনার নির্ধারিত সময়সূচী অনুযায়ী অটোমেটিক মোবাইল সাইলেন্ট ও জেনারেল মোডে চলে আসবে।

আপনি উপরের ধাপগুলো সঠিকভাবে করতে পারলে আপনি অবশ্যই অটোমেটিক সাইলেন্ট ও জেনারেল মোডের অপশন চালু করতে পারবেন আপনার মোবাইলে।
অনলাইনে ইনকাম করতে চান কিন্তু পারতেছেন না, তাহলে দ্রুত এখানে আসুন আপনিও ইনকাম করবেন অনলাইনে আর পূরন হবে আপনার অনেক দিনের পুশে রাখা আশাটা।