Site icon Trickbd.com

এবার এক ক্লিকে ভিউ হবে ফেসবুক,ফেসবুক চালানোর অসাধারন একটি মজার অ্যাপ ।কম ডাটা খরচ এবং অসাধারন কিছু ফিচার সহ অ্যাপটি এখনি নিয়ে নিন।

আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভাল আছি।

N.B- অবশ্যই পুরো টিউন পড়বেন, না হলে ডাউনলোড করতে সমস্যা হতে পারে।আর ভাল লাগলে অবশ্যই সেয়ার করবেন।


আমি সব সময় চেস্টা করি একটু অন্য রকম কিছু দেয়ার আর সেজন্যই আজ নিয়ে আসলাম ফেসবুক চালানোর হেব্বি একটা অ্যাপ । আমরা কে না ফেসবুক চালায় আর এই ফেসবুক যদি একটু ভিন্য ভাবে চালানো যায় তবে ক্ষতি কি। এই অ্যাপে আপনি জাস্ট এক ক্লিকে ফেসবুক ওপেন করতে পারবেন।আমরা ম্যাসেঞ্জারে চ্যাট করার সময় যেমন Floating  শো করে তেমনি এই অ্যাপ Floating  ভাবে শো করে আপনার ফোনে।তাই গেম খেলুন বা যেকোন কাজ করুন ফোনে জাস্ট এক ক্লিকেই ফেসবুক ওপেন করা যাবে।


 


ঝামেলাবিহীন ভাবে ডাউনলোড করার জন্য ইউসি বা ডিফল্ট ব্রাউজার ব্যাবহার করুন তারপর Download এর নিচে একটি টিক চিহ্ন দেখতে পাবেন।টিক চিহ্ন তুলে দিয়ে Download ক্লিক করুন।পরের পেজে Download লেখায় ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।তারপরেও সমস্যা হলে এই লিংক থেকে ভিডিওটা একবার দেখুন।


←ডাউনলোড লিংক→

লাইভ টিভি সহ অনেক অনেক পেইড অ্যাপ পেতে এই লিংক ভিজিট করুন।


এতোক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।কোন সমস্যা হলে কমেন্টে জানান।

Exit mobile version