আসসালামু আলাইকুম ,কেমন আছেন
সবাই ? আশা করি ভাল আছেন। আমি
আপনাদের ভালবাসাই ভাল আছি।
এবার তাহলে চলুন আসল কথাই আসি।
আজ আমি আপনাদের কাছে শেয়ার
করলাম খুবই দরকারি সফটওয়্যার , যে
অ্যাপস মাধ্যমে আপনি জানতে
পাবেন , আপনার আশেপাশে কথাই
ফ্রী ওয়াইফাই আছে , স্থান যদি
কাছে হয় , তাহলে ওখান থেকেই
আপনি কানেক্ট করতে পারবেন , আর
যদি দূরে হয় তাহলে ওখানে যেয়ে
কানেক্ট করতে হবে। তাহলে চলুন আর
দেরি না করে এই অ্যাপসটির বিষয়ে
আরও ভাল ভাবে জেনে নেই।
এখান থেকে ডাউনলোড করে নিন
এপের সুবিধা গুলিঃ
☞মাপের মাধ্যমে অবস্থান
অনুযায়ী নিকটতম স্থানে ফ্রী
Wifi স্পট জানা যাবে।
☞wifi স্পটটির বিস্তারিত তথ্য
জানা যাবে।
☞চাইলে নতুন ফ্রী wifi স্পতের
তথ্য যুক্ত করা যাবে।
☞আগে যে wifi সংজগ ব্যবহার
করা হয়েছে, সেটির হিস্টরি
জানা যাবে।
আরও অনেক কিছু।
এপের কিছু স্ক্রীনশটঃ
এপটি আসলেই কাজ করে আমি
ব্যবহার করি। আশা করি আপনাদের
ও কাজে লাগবে।
আজ তাহলে এই পর্যন্ত , সবাই ভাল
থাকবেন, আবার দেখা হবে নতুন
কিছু নিয়ে।
সৌজন্যঃ
ট্রিকপ্রিয় ডট কম