সহজেই Youtube থেকে ভিডিও
ডাউনলোড করুন Youtube এ্যপ
দিয়েই
সব ধরণের ভিডিও অনুসন্ধানের
জন্য ইউটিউব সবথেকে বড়
প্ল্যাটফর্ম। আমরা কম-বেশি
সবাই ইউটিউব দেখি। অনেকেই
আছেন ইউটিউব থেকে ভিডিও
ডাউনলোড করে দেখতে চান
অথবা ভবিষ্যতে দেখার জন্য
ডাউনলোড করে রাখেন।
এতদিন ভিডিও ডাউনলোড করার
জন্য TubeMate অ্যাপ সবথেকে
সহজ ও জনপ্রিয় মাধ্যম ছিল।
কিন্তু এখন খুব সহজেই
অফিসিয়াল ইউটিউবে অ্যাপে
অফলাইনে অর্থ্যাৎ যখন নেট
কানেকশান থাকবে না তখনকার
পারবেন। এতে করে আপনার
প্রিয় ভিডিওটি যদি ভবিষ্যতে
একাধিকবার দেখার ইচ্ছা
থাকে সেই ক্ষেত্রে খুবই
উপকারী হবে।
তো প্রথমেই-
*.আপনাকে লেটেস্ট Youtube
এ্যপ টি ডাউনলোড করতে হবে।
তবে এর থেকে TubeMate ভাল।
*.তারপর যেকোনো একটি
ভিডিও তে যান।
*. ডাউনলোডে ক্লিক করলে
আপনাকে ভিডিওর resolution
চ্যুজ করতে হবে, কোন resolution
এর ভিডিও টি আপনি নামাতে
চান।
তারপর OK দিলে ডা্উনলোড
শুরু হবে।
বিদ্র: বেশিরভাগ ভিডিও ই
আপনি এই পদ্ধতিতে ডাউনলোড
করতে পারবেন। শুধু কিছু ভিডিও
ডাউনলোডের পারমিশন থাকে
না। সেগুলো নামাতে হলে
আপনাকে TubeMate ব্যবহার
করতে হবে।TubeMate ডাওনলোড করুন: