Site icon Trickbd.com

ডাউনলোড করে নিন Lmc 8.4 R18 ক্যামেরা ও সেই সাথে 50+ কনফিগ আর ছবি তুলুন একদম DSLR মতোন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

প্রিয় ট্রিকবিডি বাসি কেমন আছেন সবাই?

আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে অনেক ভাল আছেন।

আজকে আলোচনা করবো বর্তমান সময়ের ভাইরাল ক্যামেরা Lmc8.4 R18 নিয়ে এবং সেই সাথে থাকছে 50+ অস্থির কনফিগ ফাইল।
এই ক্যামেরার মাধ্যেমে আপনি আপনার ফোনের ডিফ্লট ক্যামেরার চেয়ে ভাল মানের কালার ফুল এইচডি মানের ছবি তুলতে পারবেন।
আর এই ক্যামেরা সব ফোনে সাপোর্ট করবেনা যাদের ফোনে ক্যামেরাতে API এনাবল নেই এবং ফোনের প্রসেসোর অনেক আগের মডেলের যেমন Meditec G80 ও Snapdragon 680 এর নিচের প্রসেসোর গুলোতে এই ক্যামেরাটি কাজ করবে না।

তো কিভাবে এই ক্যামেরাটি সেটাপ করবেন চলুন দেখে নেওয়া যাক

প্রথমে এই লিংকে ক্লিক করে ক্যামেরাটি ডাউনলোড করে নিন Lmc8.4 R18 Download

কনফিগ ডাউনলোড লিংক- Download Now With TelegramDownload Now With Google Drive

 

বি:দ্র: কনফিগ গুলো জিপ ফাইল দিয়ে এক্সট্রাক করা হয়েছে তাই আপনারা জিপ ফাইল গুলে আনজিপ করে নিবেন।

প্রথমে আপনার ফাইল ম্যানেজার ওপেন করুন এরপর Add New Folder এ ক্লিক করুন বা প্লাস আইকনে ক্লিক করুন

এরপরে ফোল্ডার নামে LMC8.4 এই ফোল্ডার তৈরি করুন।
বি:দ্র: এই নামে হুবুহু এই নামটিই লিখবেন

ফোল্ডার তৈরী হয়ে গেলে এই ফোল্ডারে ডাউনলোডকৃত কনফিগ যেগুলো আনজিপ করেছেন তা এই Lmc8.4 এই ফোল্ডারের ভিতরে কপি করে দেন

এরপর ক্যামেরাটি ওপেন করুন

ওপেন করার পর ক্যামেরার সকল পারমিশন Allow করে দিন

এরপর ক্যামেরা শাটার আইকনের পাশে ও ক্যামেরার গ্যালারির মাঝখানে ফাকা জায়গায় ডাবল ক্লিক করুন

এরপর যেকোন কনফিগ যেকোন একটি সিলেক্ট করে দিন

এরপর কনফিগ সিলেক্ট হয়ে গেলে Import এ ক্লিক করুন

এরপর একটি ছবি তুলুন আর আপনার ফোনের চমক দেখুন।

দেখৃন আমার ফোনে কয়টি তোলা ছবি গুলো

Device: vivo y21

Config: Iphone 15 Pro

Location: Jaflong Sylhet

অনেকের ফোনে ছবি তুলার সময় কালার সবুজ বা নীল হয়ে যেতে পারে এরুপ সমস্যার জন্য ক্যামেরার উপরে বাম পাশে দেখবে AWB একটি অপশন রয়েছে ঐটাতে ক্লিক করে ছবি তুলবেন তাহলে আর সমস্যা হবেনা ।

যে কনফিগ গুলো সিলেক্ট বা ইমপোর্ট করার পর ক্যামেরা থেকে বের করে দিবে ঐ কনফিগটি নিজ দ্বায়িত্বে ডিলিট করে দিবেন।

DSLR এর মতোন ছবি তুলার জন্য অথবা ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য অব্যশই Portait দিয়ে ছবি তুলবেন।

Lmc নিয়ে আমার আগের পোস্ট গুলি দেখতে এই লিংকে ক্লিক করুনLmc8.4 R13Lmc Camera Problem

তো আর কথা না বাড়িয়ে আজ এইখানেই বিদায় নিচ্ছি আমি

সোহেল আরমান রাজু

আমার সাথে যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে চাইলে Facebook – Instagram – My Telegram Channel

পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমাদৃষ্টিতে দেখবেন ।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আর নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ,ধন্যবাদ

আল্লাহ হাফেজ

 

 

Exit mobile version