স্মার্টফোন ইউজ করেন আর তাতে
ইন্টারনেট চালান না ব্যাপারটা
কেমন জানি নুন ছাড়া পান্তাভাত।আর
স্মার্টফোন আসার পর থেকে আমাদের
ইন্টারনেট খরচটাও বাইরা গেছে।

আর আমগো দেশের মোবাইল কম্পানি
গুলোর নেট প্যাকেজ কেমুন সেইডা তো
ভাল করেই জানেন।আনলিমিটেড
নিলেও সেইডাও দেখবেন লিমিটের
ভিত্রে রাইখা দিছে।হয়তো টেকা
পয়সা ম্যানেজ করে অনেক কষ্টে নেট
প্যাকেজ কিনছেন,ধুমছে নেট
চালাচ্ছেন কিন্তু ৫/১০ মিনিট পরেই
আন্নের MB গায়েব।তখন মেজাজটা
কেমন লাগে তা বলার অপেক্ষা
রাখে না।

তবে এমন অবস্থা যাতে আর না হয়

সেজন্য নিয়ে আসলাম হেব্বি একখান
অ্যাপ।ফ্রি কিন্তু না এক্কেরে পেইড
ভার্সন দিমু।


কি কি থাকছে এই
অ্যাপে


এই অ্যাপখানা ইউজ করতে আপনার ফোন
রুট করতে হইবে না।

এইডা কিন্তু প্লেস্টোরের ভাল
রেটিং পাওয়া ফায়ারওয়াল এবং এড
ব্লকিং অ্যাপ।
এক্কেরে ১০০% ওপেন সোর্স।

আন্নে কোন কোন অ্যাপ কে নেট
খাওয়াইয়া ক্ষিদা মেটাইতে চান
সেইডা এই অ্যাপ থেকে ঠিক করে
দিতে পারবেন।

মোবাইল নেটওয়ার্ক,ওয়াইফাই,হটস্পট
সবকিছুই কন্ট্রোল করিতে পারিবেন।
অ্যাপ খানার সাইজ মাত্র ১
মেগাবাইট।

ইন্টারনেট স্পিড মিটারের মতো স্পিড
শো করে।

নিচ থেকে এপটি ডাউনলোড করুন →→→→→


Click here to Download

না আর লিখতে পারমু না,অনেক
সুবিধায় পাবেন এই অ্যাপে।তবে হ্যা
আন্নের বাবার যদি অনেক টাকা
থাকে তাইলে এই অ্যাপ আপনার জন্য
নহে।এই অ্যাপটা শুধু মাত্র তাদের জন্যই
যারা লিমিটেড ইন্টারনেট ইউজ করেন।

Leave a Reply