আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি। আজকের পোষ্টে আপনাদের দেখাবো যেভাবে আপনারা অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন। এখন টিকিট কাটতে স্টেশনে গিয়ে কাউন্টারে আপনাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হবেনা ঘরে বসেই আপনার কাঙ্ক্ষিত ট্রেনের টিকিট কাটতে পারবেন আপনার হাতের ফোনটির মাধ্যমেই। যাদের বুঝতে সমস্যা হবে স্কিনশর্টে তারা নিচে ভিডিও লিংক দেওয়া আছে দেখেনিবেন একদম সহজ মনে হবে।
যাইহোক ট্রেনের টিকিট কাটার জন্য প্রথমে আপনার ফোন থেকে যেকোনো একটি ব্রাউজারে এসে সার্চ দিন Railway Ticket

তারপর বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে ক্লিক করুন।

এরপর ৩ টা দাগ অফশনে ক্লিক করুন একাউন্ট করার জন্য

এবার Register এ ক্লিক করুন

এবার এমন ফরম পাবেন ওখানে আপনার নাম্বার,আইডি কার্ডের নাম্বার এবং জন্মতারিখটি দিন। তাছাড়া ক্যাপচা ভেরিফাই করতে ক্লিক করুন।

যে ছবি লেখা থাকবে ওপরে তা সিলেক্ট করে ভেরিফাই করুন

এবার ভেরিফাই এ ক্লিক করুন।

এবার আপনার প্রয়োজনীয় তথ্য লিখুন এবং পাসওয়ার্ড সেট করুন একাউন্টের

রেজিষ্ট্রেশন কম্পিলিট করুন।


আপনার নাম্বারে মেসেজে যাওয়া কোডটি দিন

একাউন্ট হয়ে গেলে এমন অফশন দেখতে পাবেন

From এ কোন স্টেশন থেকে যাবেন তা দিন এবং To তে কোথায় যাবেন সেটা দেন ও কোন তারিখে যেতে চান তা সিলেক্ট করুন এবং সর্বশেষ কোন ক্লাসে যাবেন তা সিলেক্ট করুন।

তাহলে এমন অফশন দেখতে পাবেন

এবার কোন কোন ট্রেনে আপনি চাইলে যেতে পারবেন সেই ট্রেনের নামগুলা দেখতে পাবেন এবং সময়টাও,তো আপনার সুবিধা হবে যেসময় সেই ট্রেনের টিকিট আছে এমন Book Now এ ক্লিক করুন।

এবার কোন বগীতে যাবেন তা সিলেক্ট করুন।

যেহেতু আমি যে ট্রেনে কাটছি একটা বগীতে আর দুইটা সিটই আছে তাই ঔ বগী সিলেক্ট করলাম।

এবার সেই বগীর সিট সিলেক্ট করুন কোনটা নিবেন। আমার একটা সিটই লাগবে তাই একটা সিলেক্ট করলাম আপনারা চাইলে একবারে সর্বোচ্চ ৪ টা সিট নিতে পারবেন এর জন্য তখন সিট ৪ টা সিলেক্ট করবেন।

সিট সিলেক্ট করে একদম নিচে চলে আসুন পেমেন্ট করার জন্য Continue Purchase এ ক্লিক করুন

বিকাশ বা যে মাধ্যমে পেমেন্ট করবেন তা সিলেক্ট করে Proceed To Payment এ ক্লিক করুন

এরপর পেমেন্ট করা হয়ে গেলে এমন অফশন দেখতে পাবেন

ওই পেজের একটু নিচে আসুন এবং Print Your Ticket Now ক্লিক করুন

এবার আপনি আপনার টিকিট দেখতে পাবেন স্কিনশর্ট তুলেনিন। এখানে সমস্ত তথ্য দেওয়া আছে ট্রেনের নাম + কোন স্টেশন থেকে কোন স্টেশন যাবেন। আপনার বগী নাম এবং সিট নাম্বার এবং কোন তারিখে ভ্রমণ করবেন সে বিষয়ে

এভাবে আপনারা খুব সহজে ঘরে বসে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
আশাকরি বুঝতে পেরেছেন না বুঝলে বিস্তারিত সহকারে নিচের ভিডিওটি দেখুন।

“প্রতিনিয়ত সবার আগে Technology রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন,ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবেন।

★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন নিচে ক্লিক করে দেখেনিনঃ
Upay একাউন্ট খুলে ফ্রিতে ৫৫ টাকা বোনাস নিয়েনিন

বাংলালিংক সিমে ১ জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে নিয়েনিন
★কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে ফেসবুক পেজ BD TRICK SH এ মেসেজ দিনBDTRICKSH
সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}

7 thoughts on "অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২৩ | Online Train Ticket Booking Bd"

  1. S A Suvo Sheikh Contributor says:
    Matlab, kuch bhi ???
  2. mdmamunrahman Contributor says:
    ধন্যবাদ ভাইয়া
    অনলাইন থেকে কাটার পর টিকেট প্রিন্ট কপি কে ডাউনলোড করা যায় আর ইমেইল যে এড্রেস থাকে অ্যাকাউন্ট করার সময় সেই অ্যাড্রেসটা কি প্রিন্ট কপি দেওয়া হয়
    মানে print কপি ডাউনলোড করা যায় কিনা
    1. Mdshakilhasan Author Post Creator says:
      না শুধু স্কিনশর্ট সাথে রাখবেন আলাদা করে প্রিন্ট করা লাগেনা
  3. Rabindra Barman Contributor says:
    ভ্রমণে টিকেটের পিডিএফ দেখালে হবেই?নাকি প্রিন্ট করে কিংবা কাউন্টার থেকে হার্ডকপি নিতে হবে?
    1. Mdshakilhasan Author Post Creator says:
      Screenshots Just shathe rakhlei hobe r kicu kora lagbena
    2. Rabindra Barman Contributor says:
      thank you.
  4. Asif Iqbal Contributor says:
    Using Internet Explorer ? Switch to Google Chrome or upgrade to Microsoft Edge .

Leave a Reply