Site icon Trickbd.com

এবার 20Mbps গতিতে যেকোন ফাইল আদান প্রদান করুন মাত্র এক ক্লিকেই।একবার ট্রাই করে দেখতে পারেন।

আসসালামু আলাইকুম ভাই ব্রাদার ,কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভালই আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভালই আছি।

আর হ্যা ভাল লাগলে যদি সেয়ার না করেন তাইলে কিন্তু খবর আছে হু।আবার মাইন্ড কইরেন না আমরা আমরাই তো ।


ফাইল সেয়ারিং অ্যাপ বলতে আমরা সর্বপ্রথম Shareit কে বুঝি,আপ্নারা ইউজ করছেন কি না জানি না তবে একসময় Superbem খুব চলতো বাট সেয়ার ইট প্রচলিত হওয়ার পর বেচারা মার খেয়ে গেছে।তেমনি ফাইল সেয়ারিং এর জন্য SHAREit এর চেয়ে ভাল কোন অ্যাপ নাই এইটা ভাবলে ভুল হবে।কারন আমরা যেইটা একবার মাথায় তুলে দেই সেইটা খারাপ হইলেও মাথা থেকে নামাই না।তাই বলে আমি SHAREit কে খারাপ বলছি না।তবে আজ যে সেয়ারিং অ্যাপটি নিয়ে আসছি তা SHAREit এর চেয়ে খারাপ বললে ভুল হবে।বরং অনেক ভাল এবং অনেক ফিচার পাবেন।আমরা একবার যেইটা পাই ওইটায় সারাজীবন ধুয়ে খাই।আরে ভাই প্লেস্টোরে হাজার হাজার অ্যাপ আছে কয়টা টেস্ট করছেন।নতুন নতুন অ্যাপ টেস্ট করা একটু শিখুন।


চলুন দেখে নেয়া যাক কি কি থাকছে এই অ্যাপে।

সহ আরো কিছু ফিচার।আমি বলবো না SHAREit বাদ দিয়ে এইটা ইউজ করেন,শুধু বলবো একবার হলেও ট্রাই করে দেখুন কেমন লাগে।


ঝামেলাবিহীন ভাবে ডাউনলোড করতে চান?

তাহলে  ইউসি বা ফোনের ডিফল্ট ব্রাউজার ব্যাবহার করুন তারপর Create Download link এর নিচে একটি টিক চিহ্ন দেখতে পাবেন।টিক চিহ্ন তুলে দিয়ে Create Download link ক্লিক করুন।পরের পেজে Click here to download লেখায় ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।অন্য কোন পেজে গেলে ফোনের ব্যাক বাটন চেপে আগের পেজে আসুন।


অনেক অনেক পেইড এবং দরকারি অ্যাপ পেতে এই লিংক ভিজিট করুন


তাইলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে ।ভাল থাকুন সুস্থ্য থাকুন।কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমার চোখে দেখবেন।

এতোক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।কোন সমস্যা হলে কমেন্টে জানান।

 

Exit mobile version