আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি। আজকের পোষ্টে আপনাদের দেখাবো যেভাবে আপনারা খুব সহজে যে-কোন ট্রেনের লোকেশন মোবাইল দিয়ে বের করবেন। এছাড়া ট্রেননি আপনার স্টেশন আসতে কতক্ষণ সময় লাগবে,কোন বগীটি আগে প্রবেশ করবে,ট্রেননি আসতে লেট করবে কি না এমনি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে ট্রেনে কত ভাড়া লাগে সবকিছুই জানতে পারবেন।
সবকিছু ফ্রিতে করা গেলেও কিন্তু ট্রেনের লোকেশন ফ্রিতে জানা যায়না কিন্তু আমি আপনাদের প্রসেস শিখিয়ে দিবো যার মাধ্যমে সারাজীবন আপনারা ফ্রি-তেই ট্রেনের লোকেশন দেখতে পারবেন তো এর জন্য অবশ্যই সম্পূর্ণ পোস্টটি পড়বেন প্রয়োজনে পোস্টের নিচে আমার ইউটিউব ভিডিও লিংক দেওয়া আছে ওখান থেকে দেখবেন তাহলে সহজ হবে।
তো এবার ট্রেনের লোকেশন এবং অন্যান্য তথ্য জানার জন্য প্রথমে অ্যাপটি প্লে-স্টোরে সার্চ দিয়ে ইনস্টল করেনিন এবং Open করুন।

Sign Up Now ক্লিক করুন

এবার আপনার নাম্বার,জিমেইল এবং দুই জায়গায় একটু জটিল টাইপের সেম পাসওয়ার্ড দেন ও পরের বক্সে এই কোডটি লিখেদিন G3HM5329577
পরের বক্সে যদি আপনি এই অ্যাপটি সাহায্যে টিকিট কাটতে চান তবেই আপনার এনআইডি ছবি তুলে আপলোড করেদিন অথবা আপলোড না করলেও চলবে সমস্যা নেই। টিক মার্ক করে Registration ক্লিক করুন।

এবার Yes করেদিন

রেজিস্ট্রার হয়ে গেছে

এই প্রশ্নটি আসবে তখন No করেদিন।

এবার নাম্বার পাসওয়ার্ড দিয়ে Sign in ক্লিক করুন

আপনার দেওয়া নাম্বারে কোড আসবে ওটা লিখেদিন

একাউন্ট অফশনে ক্লিক করুন।

Balance এ ক্লিক করুন

দেখুন একাউন্ট করার সময় কোড ইউজ করায় ২০ টাকা পেয়ে গেছেন। যেটা দিয়ে ১০ বার ট্রেনের লোকেশন দেখতে পাবেন কেননা প্রতিবার দেখার জন্য ২ টাকা করে কেটে নিবে।
কিন্তু কিভাবে টাকা ছাড়াই সারাজীবন দেখবেন সেটা পোস্টের শেষে বলছি।

এবার ট্রেনের লোকেশন দেখতে সার্চ এ ক্লিক করুন

এখানে স্টেশন নাম সার্চ দিয়ে পাশাপাশি ট্রেনের নাম সার্চ দিয়ে লোকেশন দেখতে পারবেন।
তো ট্রেনের নাম সিলেক্ট করলাম

ট্রেনের নাম সার্চ দিন

কোনদিকের ট্রেননি সেটা সিলেক্ট করুন

এবার ট্রেনের সিডিউলটা দেখতে পাবেন স্বাভাবিকভাবে ট্রেন লেটে না আসলে কখন কোন স্টেশন থাকবে।
অথবা সরাসরি ট্রেনের লোকেশন জানতে Locate Train ক্লিক করুন।

এখানে আপনার ব্যালেন্স থেকে চার্জ কাটবে এটা বলছে তো Ok ক্লিক করুন

এবার দেখুন ট্রেনের সকল বিস্তারিত চলে এসেছে।
ঢাকা থেকে ট্রেননি ছেড়েছে ৯:১০ মিনিটে,খুলনায় পৌঁছাবে ১৮:৩৫ মিনিটে,এখন ট্রেননি মির্জাপুরে,পরবর্তী স্টেশন টাঙ্গাইল ২য় স্ট্যান্ডে ১১:২০ এ পৌঁছাবে আর সেখানে ক বগীটা প্রথমে ঢুকবে,মোট ১২ টি বগী রয়েছে সে ট্রেনে এবং ট্রেনের গতিবেগটাও আপনারা দেখতে পাবেন যদিও আমার ট্রেননি বর্তমানে স্টেশনে থেমে আছে তাই ০ দেখাচ্ছে।
এছাড়া ট্রেননি কত মিনিট পিছিয়ে আছে মিনিটাও দেখতে পাবেন।

ট্রেনের লোকেশন গুগল ম্যাপ থেকে দেখতে Open Train Location On Map ক্লিক করুন

তাহলে ম্যাপে ট্রেনের লোকেশন দেখতে পাবেন।

একইভাবে স্টেশন নামে From এ কোথায় থেকে যাবেন সেটা সিলেক্ট করবেন To তে কোথায় নামবেন সেটা সার্চ দিয়ে সিলেক্ট করে সার্চ করুন

এবার যে ট্রেনের লোকেশন জানবেন সেটা সিলেক্ট

আবারো ক্লিক করুন

এবার Yes ক্লিক করে আগেরটার মতো লোকেশন দেখতে পারবেন।

এবার ট্রেনের ভাড়া জানার জন্য Fare এ ক্লিক করুন

সার্চ দিয়ে ট্রেন সিলেক্ট করুন

যেদিকের ট্রেন সেটা সিলেক্ট করুন

এবার From এ কোথায় থেকে যেতে চান?
To কোথায় নামবেন.?
কোন ক্লাসে যাবেন?
তা সিলেক্ট করতে হবে।

সিলেক্ট করে Get Fare ক্লিক করুন

এবার এখানে ট্রেনে যেতে কত টাকা ভাড়া লাগবে সেটা দেখতে পাবেন।

সর্বশেষ ট্রেনের লোকেশন সারাজীবন ফ্রিতে দেখতে আপনারা নতুন নতুন নাম্বার দিয়ে এনআইডি ছাড়া একাউন্ট করবেন এতে প্রতিটা একাউন্টে আপনারা ২০ টাকা করে পাবেন। আপনার ও আপনার আশেপাশের যত সিম আছে সবগুলা একই পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে পরবর্তীতে প্রয়োজনে লগইন করে ব্যবহার করতে পারেন।
আশাকরি বুঝতে পেরেছেন না বুঝলে বিস্তারিত সহকারে নিচের ভিডিওটি দেখুন।

“প্রতিনিয়ত সবার আগে Technology রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন,ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবেন।

★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন নিচে ক্লিক করে দেখেনিনঃ
Upay একাউন্ট খুলে ফ্রিতে ৫৫ টাকা বোনাস নিয়েনিন

বাংলালিংক সিমে ১ জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে নিয়েনিন
★কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে ফেসবুক পেজ BD TRICK SH এ মেসেজ দিনBDTRICKSH
সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}

2 thoughts on "ট্রেনের লোকেশন জানার উপায় | ট্রেন কোথায় আছে,আপনার স্টেশন আসতে কত সময় লাগবে আসতে লেট হবে কি না,কোন বগী আগে ঢুকবে এবং ট্রেনের স্পিড কত সবকিছু জানুন"

  1. AMRITAMSU Contributor says:
    Very useful post. thanks

Leave a Reply