যারা এন্ড্রয়েড ব্যাবহার করেন তাদের প্রায় সবাই লকার ইউস করেন। এপ কিংবা পিকচার, ভিডিও এসব লক করার অনেক Application আছে কিন্তু সবচেয়ে ভাল Application কোনটি সেটা কয়জন জানে ?
নিচের লিংক থেকে App টি নামিয়ে নিন।
Software টিতে অনেকগুলো ফিচার আছে।আশা করি আপনাদেরও ভালো লাগবে।
একনজরে ফিচারসমূহ দেখে নিনঃ
১/এপ লক করে ফেইক মেসেজ অ্যাড করে দিতে পারবেন। প্রাইভেট ভিডিও কিংবা ছবি লোকালে গ্যালারী/ভিডিও প্লেয়ার/ফাইল ম্যানেজারে দেখাবে না। লক খুলে সেই ভিডিও কিংবা পিকচার দেখতে হবে।
২/আপনার মোবাইলের সর্বমোট এপের সংখ্যা দেখাবে এবং কয়টা এপ লক করা হয়েছে সেটাও দেখাবে। নির্দিষ্ট একটা অ্যাপে টাচ করলেই সেটি লক হবে।
চেপে ধরে রাখলে ফেইক মেসেজ চালো হবে(এর জন্য আগে সেটিং থেকে ফেইক মেসেজ অপশন অন করতে হবে।)
প্যাটার্ন কিংবা পাসওয়ার্ড দিয়ে লকটি চালাতে পারবেন।
৪/নির্দিষ্ট কোন ডিভাইসএর সাথে Bluetooth কানেক্ট থাকলে লক লাগবে না। অথবা নির্দিষ্ট কোন ওয়াইফাই নেটওয়ার্কে যুক্ত থাকলে লক লাগবে কিংবা লাগবে না এরকম করতে পারবেন।
এতে করে আপনি যখন বাসায় থাকবেন আর আপনার নিজের ওয়াইফাই কানেক্ট থাকলে লক হবে না এরকম সুবিধা পাবেন।
সব মিলিয়ে এপটি আমার কাছে ভালো লেগেছে।আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাই দেরি না করে এখনি ডাউনলোড করে নিন