সুপ্রিয় বন্ধুগণ, আমার পোস্টের/টিউন করার সর্বপ্রথমেই সালাম জানাই, আসসালামু আলাইকুম ।
আশা করি ট্রিকবিডির সাথেই আছেন, আর আগামী দিনেও থাকবেন । আমি আছি অনেক দিন যাবত , ট্রিকবিডির পোস্ট পরে অনেক উপকার পেয়েছি, অনেক সমস্যার সমাধান খুজে পেয়েছি । যখন যেটা দরকার, সার্চ করলেই পেয়ে গেছি ।
তো যাই হোক , ট্রিক বিডি সকলের জন্যই আবশ্যক ।
হয়ত বেশি কথা বলা হয়ে গেছে, এবার আসি আজকের টিউনের বিষয়বস্তু নিয়ে। আমার আজকের টিউন করার কারণ টাইটেল দেখেই বুঝে ফেলেছেন নিশ্চয় ।
হ্যা আজকে আমি এমন একটা এপ্স দিব, যেটা আপনার অবশ্যই ভাল লাগবে ।
এই এপ্স টি দিব দিব করে দেওয়া হয় না, তাই আজকেই দিলাম,
এই এপ্সের কাজ
photoshop cs6 হল পিসির বেস্ট ফটো এডিটর।
আর এইটা এন্ড্রয়েড ভারশনে বের হইছে। তাহলে এবার নিজেই বোঝেন, কত টা বেস্ট ফটো এডিট করার এপ্স।
কি কাজ করা যায় না এটা দিয়ে তাই বলুন ত।
ফটোর সকল প্রকার কাজ করতে পারবেন
গুণাগুণ বলে শেষ করা যাবেনা।
Apps Name: Photoshop Cs6
Size: 19.2 mb
Download Link: ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন
(আপনারা অনেকেই ডাউনলোড করতে পারেন না, Actually নিয়ম জানেন না, তাই বলে দিচ্ছি। আগে লিংকে যান। গিয়ে একটু নিচে নামেন, দেখেন একটা বক্সে টিক দেওয়া আছে। ওই টিক টা তুলে দিন।তারপর Click generate link এ ক্লিক করুন। তারপর নেক্সট পেজে Click here to Download লেখায় ক্লিক করুন । দেখবেন ডাউনলোড শুরু হয়ে গেছে)
আমার মূলতঃ টিউন করা আপনাদেরকে হেল্প করার জন্য। যা আমি ট্রিক বিডি থেকেই বুঝতে পেরেছি ।
টিউন শেষে একটা কথায় বলতে চাই, আমার টিউনে যদি কোন /একটুও/তিল পরিমাণ ও ভুল হইয়ে থাকে তবে আমি আন্তরিকভাবে দুঃখিত। দয়া করে সেটা ক্ষমার চোখে দেখবেন। আসলে আমি হয়ত খুব একটা ভালমত লিখতে পারি না।
আমার টিউনটি পড়ে আপনার যদি ভাল লাগে, তবে শেয়ার করার অনুরোধ রইল।
তাহলে ভাই/বন্ধু আজকের মত আসি ।
দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে আমার আগামী টিউনে ।