Site icon Trickbd.com

আইডি কার্ড চেক করুন অনলাইনে | Nid Card Check Bangladesh | এনআইডি কার্ড যাচাই

Unnamed


আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি। আজকের পোষ্টে আপনাদের দেখাবো যেভাবে আপনারা যেভাবে আপনারা এনআইডি কার্ড অনলাইনে চেক করবেন আসল নাকি নকল।
অনেকসময় বাসা ভাড়া দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের অপরিচিত লোকদের ভাড়া দিতে হয় বা অচেনা কারো থেকে কিছু কিনলে যেমন:ফোন বা বাইক কিনলে তার ডকুমেন্টস হিসেবে আপনারা আইডি কার্ডের ফটোকপি নিয়ে থাকেন।
প্রকৃতপক্ষে আপনাকে দেওয়া সেই আইডি কার্ডটি আসল বাকি নকল কিভাবে যাচাই করবেন অনলাইনে। কেননা নকল হলে পরবর্তীতে আপনি ঝামেলায় পড়তে পারেন তাই যাচাই করা জরুরী।
তো এর জন্য প্রথমে যেকোনো একটি ব্রাউজারে চলে আসুন এবং সার্চ দিন অটোমেটেড চালান সিস্টেম

এবার বাংলাতে লেখা ওটাতে ক্লিক করুন

এমন পেজ আসবে তখন একটু নিচে আসুন

এখানে ক্লিক করুন

এখান থেকে যেকোনো একটা সিলেক্ট করেদিন


এখানে ক্লিক করুন

এবারো যেকোনো একটা সিলেক্ট করুন

এবার ৩ নাম্বারটা ব্যক্তি সিলেক্ট করুন

জাতীয় পরিচয়পত্র নাম্বার অর্থাৎ এনআইডি কার্ডের ওপরের নাম্বারগুলো লিখে দেন এবং সেই আইডি কার্ডে যে জন্মতারিখটি দেওয়া আছে তা দিয়ে দেন এবং Check Nid ক্লিক করুন

Check Nid ক্লিক করে এই পেজের একটু নিচে আসুন

দেখুন তথ্য চলে এসেছে নাম ঠিকানাসহ।
যদি এরকমভাবে তথ্য না এসে থাকে তবে বুঝে নিবেন আইডি কার্ডটি নকল।

আশাকরি বুঝতে পেরেছেন না বুঝলে বিস্তারিত সহকারে নিচের ভিডিওটি দেখুন।

“প্রতিনিয়ত সবার আগে Technology রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন,ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবেন।


★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন নিচে ক্লিক করে দেখেনিনঃ
Upay একাউন্ট খুলে ফ্রিতে ৫৫ টাকা বোনাস নিয়েনিন

বাংলালিংক সিমে ১ জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে নিয়েনিন
★কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে ফেসবুক পেজ BD TRICK SH এ মেসেজ দিনBDTRICKSH
সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}

Exit mobile version