Site icon Trickbd.com

আপনার ফোনের সকল সিস্টেমের পারফোর্মেন্স চেক করুন Antutu Benchmnark এপ্সের মাধ্যেমে

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم 

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

প্রিয় ট্রিকবিডি বাসি কেমন আছেন সবাই?

আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে অনেক ভাল আছেন।

আজকে আলোচনা করবো অসাধারন একটি মোবাইল এপ্স সম্পর্কে যার মাধ্যেমে আপনি আপনার ফোনের সকল সিস্টেমের পারফোর্মেন্স চেক করতে পারবেন খুব সহজেই।

এই সফটওয়্যারটির ব্যাবহার আমাদের কম বেশি সবারি প্রয়োজন রয়েছে বলে আমার মনে হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করছি।
এই সফটওয়্যার দিয়ে আপনি আপনার ফোনের স্টোরেজ টেস্ট,প্রসেসোর টেস্ট,ফোনের চার্জিং টেস্ট,ব্যাটারি টেস্ট,ডিসপ্লে আলো টেস্ট,টাচ টেস্ট,LCD test সহ আরো বিভিন্ন প্রকার টেস্ট করতে পারবেন।

চলুন তাহলে শুরু করা যাক ।

প্রথমে এই লিংক থেকে এপ্সটি ডাউনলোড করে নিন Antutu Official Website

এরপর সফটওয়্যারটি ইন্সটল করে নিন ।ইন্সটল হয়ে গেলে এবার সফটওয়্যারটি ওপেন করুন ।
ওপেন করার পর দেখতে পারবেন সামনে খুব সুন্দর ভাবে বিভিন্ন টেস্টের আলাদা আলাদা ক্যাটাগরি ভাবে সাজানো হয়েছে এবং আপনার ফোনের ডিটেইলস সম্পর্কে উল্লেখ করা হয়েছে।

প্রথমেই আাসি আামদের ফোনের Stress test / Stabality test
এই টেস্টের মাধ্যেমে আাপনার ফোনের Cpu টেস্ট করতে পারবেন।

এই টেস্ট করার সময় আপনার ফোনে ৪৫ মিনিট সময় নিবে।

৪৫ মিনিট পর দেখুন আমার ফোনের টেস্ট রেজাল্ট এসেছে।

Cpu আমার ফোনে ১০০ % এর মাঝে অনেকটাই ডাউন ভাবে প্রসেসোর কাজ করেছে।

এবং CPU ক্লক অনেকটা ভাল ভাবেই কাজ করেছে ও ব্যাটারি লেভেলটা অনেকটাই ভাল পারফোর্মেন্স করেছে।

এখন আামার ফোনের চার্জিং টেস্ট করবো
অব্যশই ফোন চার্জিং অবস্থায় রাখতে হবে।

দেখুন আমার ফোনের কত ওয়াট চার্জ হচ্ছে ,চার্জিং ভোল্টেজ, কারেন্ট এম্পিয়ার ও ফোনের তাপমাত্রা সহ ডিটেইলস দেখাচ্ছে

এখন আমরা টেস্ট করবো স্টোরেজ টেস্ট

দেখুন আমার ফোনের স্টোরেজ এর কতটুকু স্পীড কতটুকু তা সম্পূর্ণ আকারে দেখানো হয়েছে।

এখন দেখবো আমার ফোনের LCD টেস্ট করবো


এই টেস্ট করার সময় বিভিন্ন কালার শো করবে ।

এরপর টেস্ট করবো ফোনের মাল্টি টেস্ট


এই টেস্টের মাধ্যেমে আপনি আপনার ফোনে টাচ স্ক্রীন চেক করতে পারবেন।

এরপর আসি ফোনের কালার বার টেস্ট


এই টেস্টের মাধ্যেমে আপনি আপনার ফোনের ডিসপ্লের বিভিন্ন জায়গায় কালার চেক করতে পারবেন।

এরপর আসি ফোনের Grayscale Test


এই টেস্টের মাধ্যেমে আপনি ডিসপ্লের মাঝখানে অনেক বার টাচ করবেন তাহলে দেখবেন বিভিন্ন প্রকার স্কেল টেস্ট করতে পারবেন

এরপর আসি ফোনের কন্ট্রোল বার টেস্ট


এই টেস্টের মাধ্যেমে আপনি আপনার ফোনের সাইড ড্রয়িং এর মাধ্যেমে ফোনের টাচ টেস্ট করতে পারবেন

যারা সেকেন্ড হ্যান্ড ফোন বেচা কেনা করেন তাদের জন্য এই সফটওয়্যারটি কাজে আসবে ।

এবং নিজেদের ফোনের জন্যও এই সফটওয়্যারটির ভুমিকা অপরিহার্য।

তো আর কথা না বাড়িয়ে আজ এইখানেই বিদায় নিচ্ছি আমি

সোহেল আরমান রাজু

আমার সাথে যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে চাইলে Facebook – Instagram – My Telegram Channel

পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমাদৃষ্টিতে দেখবেন ।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আর নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ,ধন্যবাদ

আল্লাহ হাফেজ

 

Exit mobile version