Assalamualaikum guys
WELCOME To Trickbd
আজকের পোষ্টের মূল বিষয় হচ্ছে একটি ভাইরাল ফটোর ইফেক্ট। বর্তমান সোশ্যাল মিডিয়ায়(বিশেষ করে ফেসবুকে) ঢুকলেই এই ইফেক্ট গুলা চোখে পড়ে। দেখা যায় একটা দৃশ্য, কিন্তু একটু ভালোভাবে খেয়াল করলেই দেখা যায় দৃশ্যের মধ্যে কারো চেহারা দেখা যাচ্ছে। এই দৃশ্য দেখে মনে পড়ে যায় “ছোট বেলায় মুরুব্বিদের বলতে শুনেছি চাঁদে দেলোয়ার হোসেন সাঈদী হুজুর কে দেখা যায়। তখন আমি ও দেখতাম, আসলেই কি ? কে যেন আমার দিকে তাকিয়ে আছে! নাকি বুড়ি ভাত রেডি বসে আছে? তবে কিছু একটা ছাপ দেখা যাচ্ছে। আবার অনেকে বলছে আকাশে ঘোড়া উড়তে দেখছে ইত্যাদি। তবে এগুলোর কোন সত্যতা নেই। এটা মূলত সৌন্দর্যের জন্য করবেন। যারা জানেনা তাদেরকে জানিয়ে তাক লাগিয়ে দেওয়ার মত আর কি।
পয়েন্টে আসি
আপনি যদি এই টিপসটা আগে না জেনে থাকেন অথবা আপনি যদি এই এডিটিং আগ্রহী হোন বিস্তারিত পই পই করে পড়বেন।
আর যদি আপনি এই বিষয়ে আগে থেকেই জানতেন অথবা এ বিষয়ে জানার আগ্রহী নন তাহলে শুধু শুধু পোস্টটি পরে বিরক্ত হবেন না।
কাজটা মূলত একটা অ্যাপস এর মাধ্যমে করতে হবে। অ্যাপসটি প্লে স্টোরে রয়েছে। অ্যাপস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
এপস তথ্য
Apps size:59MB
Apps Review:13k
Apps Rates:3+
Apps Download:5M+
Apps Star:4.2
Apps screenshot: ⬇️
Problem:Ads[free version]
আপনাদের সুবিধার্থে অ্যাপসটির বিস্তারিত তথ্য দিয়ে দিলাম।
কিভাবে কাজ করে
সংক্ষিপ্ত: search play store “Photo Illusion Diffusion fi”, Install, open and WORK
Note:এডস একটু বেশি ই আসে।
Let’s Start
প্লে স্টোরে Photo Illusion লিখে সার্চ দিলে একটি অ্যাপস আসবে। Install option এ ক্লিক.
ইনস্টল হওয়ার জন্য কিছুক্ষণ সময় লাগবে। নেট স্পিড দ্রুত থাকলে দুই থেকে আড়াই মিনিট পর্যন্ত সময় নিতে পারে। ইনস্টল শেষ, এবার Open এ ক্লিক করুন।
continue to apps অপসনে ক্লিক
▶️ এর মত চিন্হে ৩ বার ক্লিক
এখনPhoto illusion অপশন এ ক্লিক
এবার এপস কে Allow করতে হবে। এপ্সটি কে পারমিশন দিতে Allowঅপশন এ ক্লিক
এবার যে কোন একটা ফটো সিলেক্ট করুন।
ফটো সিলেক্ট হলে নিচ থেকে একটা ইমেজ সিলেক্ট করতে হবে।এ
তারপর Generate অপশনে ক্লিক
Generating কিছু সময় অপেক্ষা করুন
ব্যাস, Download Icon⬇️ এ ক্লিক করে ডাউনলোড করতে পারবেন
পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ ।
প্লে স্টোরে এপস খুঁজে না পেলে নিচের লিঙ্ক ফলো করুন।App Download Link
আরো পড়ুন – কিভাবে Professional ভাবে Gmail একাউন্ট তৈরি করতে হয় ২০২৩।