Hello World!

অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন।

আজকে আপনাদের সাথে এমন একটি এপ্লিকেশন শেয়ার করবো যার মাধ্যমে আপনি পৃথিবীর যেকোনো প্রান্তের যেকোনো radio শুনতে পারবেন তবুও free তেই।

এর জন্যে আমাদের যা যা লাগবে :

(১) একটি Android Device (Mobile/Tablet/Emulator etc)

(২) Wifi/Mobile Data Connection

(৩) একটি App যার নাম : RadioTime

App Link : Playstore

এবার আসি এই App টির Features এবং সুযোগ সুবিধাতে :

(১) পৃথিবীর যেকোনো দেশের Radio Station গুলো শুনতে পারবেন। অনেক বড় কালেকশন রয়েছে। এমনকি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রেডিও স্টেশনগুলোও রয়েছে এখানে।

(২) রয়েছে Sleep Timer এর সুবিধা। এর কাজ হচ্ছে : ধরুন আপনি রেডিও শুনতে শুনতে ঘুমিয়ে গেলেন। আর সারারাত রেডিও বাজছে আর আপনার ফোনের ব্যাটারিও ফুরিয়ে যাবে।

এর মাধ্যমে আপনি নির্দিষ্ট সময় সেট করে দিবেন আর সেই নির্দিষ্ট সময় পর Automatic Radio থেমে যাবে।

(৩) আপনি চাইলে যেকোনো radio station কে homescreen এ add করে রাখতে পারবেন। তাহলে আর app এ ঢুকে খুজতে হবে না সবসময়।

(৪) রয়েছে Bookmark Option। এর মাধ্যমে আপনি আপনার পছন্দের রেডিও চ্যানেলগুলোকে সেভ করে রাখতে পারবেন।

(৫) চাইলে সেগুলো শেয়ারও করতে পারবেন।

(৬) সবচেয়ে বেশি ভালো লেগেছে যে ব্যাপারটা সেটা হচ্ছে সব চ্যানেলই ফ্রি এবং খুবই কম ডেটা ইউজ করে এপটি। আর আমার দেখা সবচেয়ে বেস্ট রেডিও এপও বলতে পারি।

App টির কিছু screenshots নিচে দেওয়া হলো :


আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো পোস্টে।
Till Then Stay With TrickBD
THIS IS 4HS4N

PEACE OUT….

 

Leave a Reply