Site icon Trickbd.com

Google Play তে ‘Best of 2023’ এ যে অ্যাপ এবং গেম বেস্ট হয়েছে তাদের লিস্ট !

আসসালামু আলাইকুম trickbd বাসি।

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। দেখতে দেখতেই আমাদের এই বছরটি চলে গেল। এখন এমন মনে হচ্ছে যে , কিছুদিন আগেই তো এই বছর শুরু হল। আমারও কিছুটা এরকম ? । তবে যাই হোক সময় কিন্তু কারো জন্য অপেক্ষা করে না। আর এইদিকে গুগল প্লে স্টোরে ২৩ সালের সেরা গেম এবং অ্যাপস প্রকাশ করেছে। আগে আমরা এই বিষয়টি নিয়ে জানব। তারপর গেম এবং অ্যাপসগুলো দেখবো। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের পোস্ট শুরু করা যাক :

Best of 2023 ! 

গুগল প্লে স্টোর প্রতিবছর তাদের পেস্ট অ্যাপস এবং গেম কে রিওয়ার্ড দিয়ে থাকে। যেহেতু এখন 23 সালের শেষ, তাই এবারও রিলিজ হয়েছে। আর এগুলো চয়েস করা হয় ভোটের মাধ্যমে। আপনারা সবাই এই ভোটের অংশগ্রহণ করতে পারবেন। এটি একটি নির্দিষ্ট সময় চালু এবং বন্ধ হয়। ওই সময়ের মধ্যে আপনাকে ভোট দিতে হবে। যদিও এটি বিভিন্ন এলাকাভিত্তিক আলাদা হয়ে থাকে, তাও আমি মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ সবচেয়ে বেশি ব্যবহৃত এবং সুপরিচিত রিওয়ার্ড লিস্ট দিচ্ছি। আমার প্লে স্টোরেও এই লিস্ট দেখাচ্ছিল। তাই ভাবলাম এটা নিয়ে একটা পোস্ট করে দেই। তাহলে আমি নিচে অ্যাপসগুলোর লিস্ট দিচ্ছি :

 

Main app and games

 

 

All app and games 

 

 

Best apps of 2023

 

➡️ Best for Fun: Bumble For Friends: Meet IRL

 

• Honorable mention: Reelsy Reel Maker Video Editor

 

➡️Best for Personal Growth: Voidpet Garden: Mental Health

 

• Honorable mention: Imprint: Learn Visually

 

➡️Best Everyday Essential: Artifact: Feed Your Curiosity

 

• Honorable mention: ReciMe: Easy & Tasty Recipes

 

➡️Best Hidden Gem: Aware: Mindfulness & Wellbeing

 

• Honorable mention: Stippl: Explore, Plan & Share

 

➡️Best with Al: Character Al: Al-Powered Chat

 

• Honorable mention: ChatGPT

 

➡️Best for Families: Paw Patrol Academy

 

Honorable mention: LEGO DUPLO DISNEY

 

➡️Best App for Good: AWorld in support of ActNow

 

➡️Best for Watches: WhatsApp Messenger

 

• Honorable mentions: AllTrails: Hike, Bike & Run, Audible: Audio Entertainment

 

➡️Best for Tablets: Concepts: Sketch, Note, Draw

 

• Honorable mentions: Canva: Design, Photo & Video, Everand: Ebooks and audiobooks

 

➡️Best for Chromebooks: FlipaClip: Create 2D Animation

 

Honorable mentions: Evernote – Note Organizer, Wideo

 

➡️Best for Google TV: Max: Stream HBO, TV, & Movies

 

• Honorable mentions: Amazon Prime Video, Crunchyroll, Disney+, Tubi: Movies & Live TV

 

➡️Best for Cars: Amazon Prime Video

 

• Honorable mentions: Beach Buggy Racing, Spotify

 

 

 

 

Best games of 2023

 

➡️Best Multiplayer: Farlight 84

 

Honorable mentions: Arena Breakout, Call of Dragons, MARVEL SNAP, Undawn

 

➡️Best Pick Up & Play: MONOPOLY GO!

 

Honorable mentions: Chrome Valley Customs, Mighty DOOM, Monster Hunter Now, Ninja Must Die

 

➡️Best Indies: Vampire Survivors

 

• Honorable mentions: Roto Force, Song of Bloom, Super Meat Boy Forever, Underground Blossom

 

➡️Best Story: Honkai: Star Rail

 

Honorable mentions: Down in Bermuda, FINAL FANTASY VII EVER CRISIS, Lost Words: Beyond the Page, Memento Mori: AFKRPG

 

➡️Best Ongoing: Stumble Guys

 

Honorable mentions: Clash of Clans, EA SPORTS FCTM Mobile Soccer, Merge Gardens, Royal Match

 

➡️Best Games for Good: Pokémon Sleep

 

Honorable mentions: Beecarbonize, Garden Joy – Design Game, Lingo Legend Language Learning, Longleaf Valley: Merge & Plant

 

➡️Bes on Play Pass: Magic Rampage

 

Honorable mentions: ARIDA: Backland’s Awakening, Linea: An Innerlight Game, Machinarium, Silly Royale Devil Amongst Us

 

➡️Best for Tablets: Honkai: Star Rail

 

Honorable mentions: MARVEL SNAP, MONOPOLY GO!, Roto Force, SOULS

 

➡️Best for Chromebooks: Minecra

 

➡️Best on Google Play Games on PC: Arknights

 

 

ওহ, আজকে প্রচুর খাটনি হলো। এগুলো ছাড়াও মুভি এবং বুক লিস্ট ছিল। কিন্তু ওইগুলো তো আর বাংলাদেশ এক্সেস নেই। তাই ওগুলো বাদ দিলাম। এই লিস্ট দেখতে গেলে অসুবিধা হচ্ছে, আমি নিচে লিঙ্ক দিলাম সরাসরি প্লে স্টোর থেকে দেখেন : click here

 

ওয়াইফাই স্পিড বাইপাস সহ বিভিন্ন ভিপিএন এবং যেকোন এপস mod রিকোয়েস্ট করতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন : click here

 

তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই। দেখা হবে আগামী পোস্টে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, trickbd এর সাথেই থাকুন। ধন্যবাদ।