আসসালামুআলাইকুম … আশা করি ভালোই আছেন… কেউ ভালো না থাকলে trickbd ভিসিট করে না
তো আজকের পোস্টে দেখাবো কিভাবে CCleaner অ্যাপ টিকে প্রিমিয়াম বানানো যাই। তো শুরু করা যাক:
:
অ্যাপটি মোড করার জন্যে mt manager এবং np manager প্রয়োজন। এই দুইটা অ্যাপ গুগল থেকে ডাউনলোড করে নিন
তো প্রথমে প্লেস্টোর এ গিয়ে CCleaner অ্যাপটিকে ডাউনলোড করে নিন । তার পর অ্যাপ টি ওপেন করেন।
অ্যাপটি ওপেন করলে দেখবেন অ্যাপটিতে অনেক প্রিমিয়াম কিনতে বলে .. ত্তাদের সকল ফিচার ব্যাবহার করার জন্য।
তাদের কাছ থেকে টাকা দিয়ে প্রিমিয়াম কিনলে এই ফিচার গুলো পাবেন।
তো অ্যাপটিকে প্রিমিয়াম করার জন্যে প্রথমে mt manager ওপেন করুন। তারপর স্ক্রিনশটের মত মার্ক করা জায়গায় ক্লিক করুন।
তারপর extarct app এ ক্লিক করুন।
CCleaner অ্যাপটির উপর ক্লিক করুন । তারপর extract APK তে ক্লিক করুন।
তারপর locate এ ক্লিক করুন
এরপর এরকম আসবে।
তো এখন np manager এ ক্লিক করুন। Mt 2 ফোল্ডারে ক্লিক করুন। তারপর apk ফোল্ডার এ ক্লিক করুন। Ccleaner.apks ফাইলটাতে ক্লিক করুন
Convert apk তে ক্লিক করো। অ্যাপটি apk পরিণত হওয়া শুরু হবে এবং কিছু সময় নিবে।
তো অ্যাপটি apk তে পরিণত হলে। তার উপর ক্লিক করে function a ক্লিক । তারপর sign APK তে ক্লিক করেন।
Confim এ ক্লিক করেন
এখন আবার mt manager ওপেন করুন এবং kill signature kora CCleaner. APK তে ক্লিক করে view তে ক্লিক করুন। Dex editor plus চাপুন,তারপর যেকোনো একটা classes ফাইলে ক্লিক করুন। তারপর select all করে দেন।
String এ ক্লিক করেন।
[
Filter এ ক্লিক করুন
বক্সে feature.pro লিখে ok তে ক্লিক করুন
তারপর স্ক্রিনশটের মতো জায়গায় ক্লিক করুন।
Search এ ক্লিক করুন
স্ক্রিনশটের মতো জায়গায় ক্লিক করুন।
তারপর const/4 v 0, 0x0 এর জায়গায় const/4 v 0, 0x1 দেন। কাজ শেষ। বাক বটনে ক্লিক করুন।
তারপর ব্যাক বাটনে ক্লিক করুন। Save & exit এ ক্লিক করুন । তাহলে অ্যাপটি কম্প্রেস হওয়া শুরু হবে।
[
Compling হওয়া শেষ হলে। Auto sign এ টিক দেন এবং ok তে ক্লিক করুন । তারপর ব্যাক বাটনে ক্লিক করুন।
তো কাঙ্ক্ষিত অ্যাপটি ইনস্টল করুন করুন পূর্বের অ্যাপটি ডিলেট করে।
তো অ্যাপটি ওপেন করে দেখেন। অ্যাপটি প্রিমিয়াম হয়ে গেছে। এখন আপনি সব প্রিমিয়াম ফিচার ইউজ করতে পারবেন
সতর্কবার্তা: এই পোস্ট গুলো শুধু educational purpose এর জন্য করা । আইনি কোনো কিছু হলে আমি অথবা trickbd কর্তৃপক্ষ দায়ী থাকবেনা
অ্যাপটি সরাসরি ডাউনলোড লিংক : click here
তো আজকের পোষ্টটি এখানেই শেষ। ভালো থাকবেন।
যেকোন প্রকার হেল্প লাগলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জইন হন। Telegram Channel
6 thoughts on "CCleaner premium – নিজেই মোড করে ফেলুন ccleaner অ্যাপটি"