Site icon Trickbd.com

মোবাইল দিয়ে যেকোনো ট্রেনের সময়সূচি দেখুন খুব সহজেই

Unnamed


আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই?
আশারাখছি সবাই ভালো আছেন।
প্রতিবারের মতো আবারো চলে আসলাম নতুন আরেকটি পোস্ট নিয়ে। আজকের পোস্টের মাধ্যমে খুব সহজে আপনারা বাংলাদেশের সকল জেলার যেকোনো ট্রেনের সময়সূচি খুব সহজে মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন। 
কোন ট্রেন কখন যাত্রা শুরু করে পরবর্তী কোন স্টেশনে কোন সময়ে থামবে এবং কতক্ষণ সেখানে অবস্থান করবে এগুলো আপনারা জানতে পারবেন। এছাড়াও ট্রেনটি কোন রুটে চলাচল করে সেটাও আপনারা জানতে পারবেন। 
তো এবার চলুন দেখে নেওয়া যাক ট্রেনের সময়সূচি কিভাবে খুব সহজে বের করবেন।
তো এর জন্য প্রথমে আপনাদের একটা অ্যাপ ইনস্টল করতে হবে অ্যাপটির নাম Rail Sheba তো আপনারা প্লে-স্টোরে সার্চ দিলে অ্যাপটি খুব সহজে পেয়ে যাবেন অথবা ইনস্টল করতে
এখানে ক্লিক করুন
ইনস্টল হয়ে গেলে ওপেন করুন

এরপর প্রথমে একাউন্ট করতে হবে এর জন্য Register এ ক্লিক করুন

এবার আপনার মোবাইল নাম্বার দিন তারপর আপনার নিজের বা পরিবারের যেকারো এনআইডি কার্ডের ফন্ট পেজের নাম্বারগুলা লিখুন এবং সেই এনআইডি কার্ডের জন্মতারিখটিও সিলেক্ট করেনিন ও বর্গাকার ওখানে ক্লিক করুন

তাহলে এমন টিক মার্ক হয়ে যাবে বর্গাকার ওই ঘরের ওখানে বা কিছু ছবি আসতে পারে ওপরে যে ছবির নাম লেখা থাকবে সেগুলো সিলেক্ট করে দিলেই এমন টিক হয়ে যাবে তারপট Verify এ ক্লিক করুন

তাহলে পরের পেজ এমন আসবে


এবার এখানে দুই বক্সে একই জটিল পাসওয়ার্ড দিন পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে ShAkil*@23 এরকম টাইপের সবকিছু মিলিয়ে জটিল পাসওয়ার্ড দিন। তারপর আপনার একটা জিমেইল লিখে দিন এবং পোস্ট কোডের জায়গায় আইডি কার্ডের বিপরীত পেজে যে পোস্ট কোড দেওয়া আছে ওটা দিয়ে পরের Address  অফশনে প্রথমে গ্রাম,উপজেলা,জেলা ইত্যাদি লিখে Registration এ ক্লিক করুন

তাহলে এমন লোডিং হয়ে পরের পেজে আপনার নাম্বারে একটা এসএমএসে ভেরিফিকেশন কোড আসবে ওটা দিয়ে একাউন্ট করা সম্পূর্ণ করে Login এ ক্লিক করুন

এবার নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন

i agree তে ক্লিক

৩ দাগে ক্লিক করুন

train information ক্লিক

sellect train ক্লিক করুন

আপনি যে ট্রেনের সময়সূচি জানতে চান তা লিখুন তাহলে অটোমেটিক শো করবে ওটাতে ক্লিক করুন

তাহলে দেখুন ওই ট্রেননি কোন কোন দিন চলাচল করে এবং কোনদিন বন্ধ থাকে। এছাড়া ট্রেননি কোথায় থেকে যাত্রা শুরু করে পরবর্তী কোন স্টেশনে যাবে দেখুন ঝিকড়গাছা ১:৩০ এ পৌঁছাবে এবং সেখানে Halt 2 অর্থাৎ সে স্টেশনে ২ মিনিট থামবে এবং Depart অর্থাৎ ১:৩২ এ ট্রেনটি সেখান থেকে ছেড়ে যাবে একইভাবে যশোরে কখন পৌঁছাবে?কত মিনিট অবস্থান করবে এবং কখন ছেড়ে যাবে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন।

একইভাবে ট্রেননি যখন ব্যাক করবে সেটার ওপর যদি ক্লিক করি জানার জন্য 

তাহলে ট্রেনটি ঢাকা থেকে কখন ছাড়বে এবং পরবর্তী কোন কোন স্টেশনে কখন থামবে বা কত মিনিট অবস্থান করবে সবকিছু দেখতে পাবেন।

আশাকরি বুঝতে পেরেছেন না বুঝলে বিস্তারিত সহকারে নিচের ভিডিওটি দেখুন।

“প্রতিনিয়ত সবার আগে Technology রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন,ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবেন।

★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন নিচে ক্লিক করে দেখেনিনঃ

বাংলালিংক সিমে ১ জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে নিয়েনিন
★প্রতিনিয়ত এরকম টেকনোলজি বিষয়ক পোস্ট সবার আগে দেখতে ভিজিট করুন আমার ওয়েবসাইট???.?????????.????????.???

★কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে ফেসবুক পেজ BD TRICK SH এ মেসেজ দিনBDTRICKSH
সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}