আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই?
আশারাখছি সবাই ভালো আছেন।
প্রতিবারের মতো আবারো চলে আসলাম নতুন আরেকটি পোস্ট নিয়ে। আজকের পোস্টে দেখাবো যেভাবে আপনারা ওপরে যে কভার ফটোটি দেখতে পেলেন ওইরকম নিজের পছন্দের ছবি ও নাম ব্যবহার করে আকর্ষণীয় ফেসবুক কভার ফটো ডিজাইন তৈরি করবেন।
যেটা আপনি চাইলে আপনার ফেসবুক আইডি বা পেজে ব্যবহার করতে পারেন। ফলে আপনার পেজ বা আইডিটা কিন্তু আকর্ষণীয় হয়ে উঠবে।
তো এরকম কভার ফটো ডিজাইন করার জন্য প্রথমে আপনাদের একটা ফাইল ডাউনলোড করতে হবে ফাইলটার লিংক:Plp file pixellab
তারপর প্লে-স্টোর থেকে Pixellab অ্যাপটি ইনস্টল করেনিন,সরাসরি ইনস্টল করতে
এখানে ক্লিক করুন
ইনস্টল শেষে ওপেন করুন
এমন পেজ আসবে ৩ ডট ক্লিক করুন
Open.Plp File ক্লিক করুন
Plp তে ক্লিক করুন
তীর এ ক্লিক করুন
এবার যেহেতু আপনি ফাইলটা ডাউনলোড করেছেন সেহেতু ডাউনলোড ফাইলে থাকবে ক্লিক করুন
এবার সেই ফাইলটা সিলেক্ট করুন
open and add
মোবাইলের ব্যাক বাটন প্রেস করুন
এবার সমস্ত লেখা লক আছে আনলক করুন
একইভাবে ছবি আনলক করে ডিলেট অফশন থেকে আমার ছবিটা ডিলেট করে দিন
তারপর এখানে ক্লিক করুন
নিচের ৫ টা অফশনের মাঝেরটা তে ক্লিক করুন এবং Import এ ক্লিক করুন
আপনার ছবি সিলেক্ট করুন
ক্লিক করুন
এবার ডট ডট মতো ওখানে চেপেধরে ছবিটা সবার নিচে নিয়ে আসুন
এভাবে সবার শেষে ছবিটা আনার পর এখানে ক্লিক
এবার নাম বা অন্য লেখা পরিবর্তন করতে এখানে ক্লিক করুন
তারপর যে লেখা পরিবর্তন করবেন সেটার কলম আইকনে ক্লিক করুন
আবারো ক্লিক করুন
আপনি যা দিবেন দিয়ে ok করুন
তারপর এখানে ট্যাপ করুন
এবার সবকিছু আপনার মতো এডিট করে এবার সেভ করতে এখানে ক্লিক করুন
save as image
Custom এ ক্লিক
তারপর ultra সিলেক্ট
save to gallery
আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে গেছে
আশাকরি বুঝতে পেরেছেন না বুঝলে বিস্তারিত সহকারে নিচের ভিডিওটি দেখুন।
“প্রতিনিয়ত সবার আগে Technology রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন,ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবেন।
★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন নিচে ক্লিক করে দেখেনিনঃ
বাংলালিংক সিমে ১ জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে নিয়েনিন
★প্রতিনিয়ত এরকম টেকনোলজি বিষয়ক পোস্ট সবার আগে দেখতে ভিজিট করুন আমার ওয়েবসাইট???.?????????.????????.???
★কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে ফেসবুক পেজ BD TRICK SH এ মেসেজ দিনBDTRICKSH
সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}