Howdy Everyone,

আমাদের প্রত্যেক মুসল্লির একটা কমন Problem এ পড়তে হয় নামাজের টাইমে, হয়তো কারো ফোন বেজে ওঠে নামাজের সময় অথবা কখনো কখনো নিজের Device এই Ringtone বেজে উঠে। যা কিনা নিজের ও অন্যদের সালাত আদায়ে ব্যাঘাত ঘটায়। তো এই সমস্যার ছোট একটি সমাধান (app review) তুলে ধরব।

 

Icon image

App Name: Prayer Times – Qibla & Namaz

Download From : Play store

 

Procedure

  • প্রথমে উপরের দেয়া Link হতে applicationটি Install করে নিন

 

  • App Open করে Language Setup করুন

 

  • Permissionগুলো Allow করে দিন (background Permission Must)

 

  • তারপর Home Screen এর নিচে 2nd last buttonটিতে Press করুন (silent logo button)

 

  • ব্যাস নামাজের পাশের sliderটা press করলে Don’t Disturb Mode On হবে ঐ Specefic Timeএ

 

  • আপনি চাইলে নামাজের Time Editও করতে পারবেন

 

Conclusion

মোবাইলের Built In Don’t Disturb Features(DDF) থাকলেও এই App কেন Use করবেন? DDF কিন্তু Specefic Time এর জন্য Set করা যায় না কিন্তু App এতা Easily করতে পারবেন। এই app এর আরও কিছু Basic Features রয়েছে যা অন্যান্য islamic app এও বিদ্যমান।

 

আমার কাঁচা হাতের ভাঙা কলমে আজ এতটুকুই লিখলাম, যেকোন জিজ্ঞাসা বা সমস্যা inform করতে যোগাযোগ – Telegram

3 thoughts on "নামাজের টাইমে Automatic আপনার Android Device Silent হয়ে যাবে, Easily!"

  1. Abdus Sobhan Author says:
    আরে সাকিব ভাই
    1. Shakib Expert Author Post Creator says:
      🐞
  2. Shoruv Author says:
    shakib vai is back to the game! 🔥🔥

Leave a Reply