Site icon Trickbd.com

কালারফুল ও সুন্দর ভাবে ছবি এডিট করুন AI এপ্স দিয়ে মাত্র ১ ক্লিকে With Retouch Hypic photo Editor App

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

প্রিয় ট্রিকবিডি বাসি কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে অনেক ভাল আছেন।আপনাদের দোয়া ও ভালবাসায় আমিও অনেক ভাল আছি।

আজকে আলোচনা করবো অসাধারণ একটি এপ্স সম্পর্কে যার মাধ্যমে আপনি আপনার ছবিকে কালারফুল এইচডিতে ছবি এডিট করতে পারবেন মাত্র এক ক্লিকে আর এই এপ্সটি প্লে-স্টোরিতে একদম ফ্রি

বর্তমান আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারিরা তারা নিজের ছবিতে রিয়েক্ট বা অন্যজনকে দেখানোর জন্য আমরা নানা ভাবে নিজেদের ছবিকে স্টাইলিস ভাবে উপস্থাপন করে থাকি।আর নিজের ছবিকে নানা ভাবে এডিট, স্মার্ট লুক ও আকর্ষণীয় করার জন্য নানান মডেলে ছবি তুলে থাকি।আর এই স্মার্টনেস বর্তমান সবাই নিজের সোশ্যাল মিডিয়ায় নিজেদের পোস্টে নিজেকে সাজিয়ে তুলার জন্য ছবিক নানা ভাবে সাজিয়ে আপলোড করে থাকে।
তাই আমি আপনাদের আজকে যে এপ্স সম্পর্কে বলছি তার মাধ্যমে নিজের ছবিকে আকর্ষণীয় স্টাইলিস ভাবে এডিট করতে পারবেন।আর এই এপ্স ব্যাবহার করার জন্য এডিটে দক্ষতা প্রয়োজন নেই বললেই চলে শুধুমাত্র কয়েকটি ক্লিকেই আপনি আপনার ছবিকে এডিট করতে পারবেন।আর এই এপ্সটি AI দ্বারা পরিচালিত।আর আমরাতো কম-বেশি সকলেই জানি AI আমাদের দৈনন্দিন সেবামূলক কার্যক্রমে কতটা সহজ করে দিয়েছে।আর এই এপ্সটিতে প্রায় সকল ফিচার আনলক ও একদম ফ্রিতে ব্যাবহার করার সুবিধাতো থাকছেই।আর ছবি এডিট করার জন্য  এই এপ্সে প্রায় সকল টুলসি রয়েছে।
তাহলে চলুন এপ্সটি দেখে নেওয়া যাক।
প্রথম এই লিংকে ক্লিক করুন With Play Store

এরপর এপ্সটি ওপেন করুন। এপ্সটি চালু হওয়ার পর আপনাকে একটা পপ-আপ মেসেজ দিবে যেখানে তাদের নিয়ম ও প্রাইভেসি পলিসি সম্পর্কে বলা হয়েছে আপনি agree তে ক্লিক করে নিবেন।

এরপর ছবি এডিট করার জন্য Import এ ক্লিক করবেন।

এরপর Edit অপশনে ক্লিক করে আপনি যে ছবি এডিট করতে চান ঐটাতে ক্লিক করবেন

যেহেতু আমরা কালারফুল ছবি এডিট করবো সে জন্য Filtere এ ক্লিক করবো


এরপর নিজের পচ্ছন্দ অনুযায়ী যে কোন একটি ফিল্টার ব্যাবহার করবো

ফিল্টার ব্যাবহার করার পর আপনি এই ফিল্টারের কালার কম বেশি করতে পারবেন সে জন্য ফিল্টার ভলিউম আইকনে ক্লিক করে কম-বেশি করে নিতে পারবেন

এরপর আপনি যদি মনে করেন আপনার ছবিকে আরো ভাল ভাবে সাজাবেন তাহলে Portrait, Adjust,Effect টুলসে ক্লিক করে এডিট করে নিতে পারবেন।আমি আপনাদের Portrait এর কয়েকটি টুলসের কাজ গুলি দেখাচ্ছি। প্রথমে portrait এ ক্লিক করেন এরপর  দেখুন এইখানে আপনি আপনার face,reshape, Makeup, skin,retouch etc অনেক গুলো টুলসের ব্যাবহার করতে পারবেন।তো।দেখে নেই ফেস টুলসে কি রয়েছে।

 

দেখুন ফেস এইটুলসের মাধ্যমে আপনি আপনার মাথা,নাক,চোখ,গাল শরিরের সমস্ত প্রক্রিয়াতেই মোটা বা চিকন করে স্মার্ট লুক করতে পারবেন।

এরপর আপনার ছবিকে ক্রপ,ব্রাইটনেস, ছবি ঘোলাটে হলে enhance এর মাধ্যমে এইচডি ক্লিয়ার সহ প্রায় সকল ধরনের এডিট করতে পারবেন।


আর দেখুন আমি যে ছবিটি এডিট করেছি ঐ ছবির কোয়ালিটি একটুকুও খারাপ হয়নি ও ফুল এইচডিই রয়েছে।

এরপর আসি এই এপ্সের College ফ্রেম ভাবে ছবি সাজিয়ে কেমন দেখা যায়
প্রথমে এপ্সটি ওপেন করে College ক্লিক করে নিন

এইখানে আপনার ছবি সর্বনিম্ন ২টি ও সর্বোচ্চ ৯টি ছবি দিয়ে ফটো ফ্রেম বানাতে পারবেন।
আমি ৯টি ছবি ব্যাবহার করে আপনাদের দেখাচ্ছি।

এখানে দেখুন অনেক ধরনের ফটো ফ্রেম রয়েছে আপনাদের পচ্ছন্দ অনুযায়ী ছবির ফ্রেম নিয়ে নিবেন।

ছবি ফ্রেম সিলেক্ট হয়ে গেলে save আইকনে ক্লিক করে নিবেন।

এরপর আসি Batch Edit এই টুলসটি আমার সবথেকে ভাল লেগেছে।এই টুলসের মাধ্যমে আপনি একসাথে অনেক গুলি ছবি এডিট করতে পারবেন।
চলুন তাহলে দেখে নেওয়া যাক
প্রথমে Batch Edit এই অপশনে ক্লিক করুন

এরপর আপনি যে কয়টি ছবি এডিট করতে চান ঐ কয়েকটি ছবি সিলেক্ট করে Ok বাটনে ক্লিক করুন

 


একটি একটি ছবিতে ক্লিক করে এডিট করে নিন

এডিট সম্পূর্ণ হয়ে গেলে Save আইকনে ক্লিক করুন

দেখুন একসাথে ৩টি ছবি সেভ হচ্ছে

এই এপ্সটিতে প্রায় সবগুলিই ফিচার থাকায় আমার কাছে বেস্ট মনে হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করেছি।আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।

পরিশেষে আর কথা না বাড়িয়ে আজ এইখানেই বিদায় নিচ্ছি আমি

সোহেল আরমান রাজু

আমার সাথে যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন Facebook – Instagram – My Telegram Channel

পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন ও নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি,ধন্যবাদ

আল্লাহ হাফেজ