OTT প্ল্যাটফর্মের মধ্যে সবার আগে যে কথাটি মাথায় আসে তা হলো নেটফ্লিক্স। নেটফ্লিক্স‌ শুরু থেকেই ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয় ছিল।মাল্টি কান্ট্রির কন্টেন্ট আর মুভি,সিরিজ এর জন্য নেটফ্লিক্স একটি চমৎকার মাধ্যম।

কোরিয়ান সিরিজ Squid Game থেকে শুরু করে স্প্যানিজ Money Heist নেটফ্লিক্স প্ল্যাটফর্মে রয়েছে বিশাল সংখ্যক কালেকশন। তাছাড়া অ্যানিমে অ্যাডাপশন থেকে শুরু হয়ে ডকুমেন্টরি পর্যন্ত নেটফ্লিক্স এর রিসোর্স বেশ‌ রিচ।
এটি সাবস্ক্রিপশন বেইজ হ‌ওয়ায় সাধারনদের জন্য এটির কন্টেন্ট উপভোগ করার সুযোগ নেই।

তবে আজকে আলোচনা করবো নেটফ্লিক্স এর কন্টেন্ট কিভাবে আপনারা অ্যাকসেস করবেন (সবগুলো না) একটি অ্যাপ দিয়ে।এটি অনেকে হয়তো জানেন অনেকে জানেন না। কারন আমরা এখনো স্ট্রিমিং এর চাইতে ডাউনলোড করে দেখতে পছন্দ করি।

অ্যাপটির নাম হচ্ছে PIKASHOW


অ্যাপটির সাইজ মাত্র ৩৩ এম্বির মতো।এটির ডাউনলোড লিংক
https://www.pikashows.download/apk-downloads/

অ্যাপটির কয়েকটি সুবিধার দিক হলো

১.স্ট্রিমিং সুবিধা। এখানে original netflix এর কন্টেন্ট এর মতোই স্ট্রিমিং সুবিধা আছে।ফলে ব্যবহারকারীরা ডাউনলোড ব্যতীত‌ই ভিডিও দেখতে পারবে

২.ইজি ইন্টারফেস। এটির ইন্টারফেস দেখতে সাধারন হলেও এটি ইজি টু অ্যাকসেস দেখার জন্য। কোন ধরনের লিংক রিডাইরেক্ট হয়না। ফলে কয়েক ক্লিকেই এখানে কন্টেন্ট এর অ্যাকসেস পেয়ে যাবেন।

৩.কালেকশন। এটির কালেকশন বেশ rich বলা যায়। যদিও এখান থেকে কখনো Netflix এর শতভাগ বেনেফিট পাবেন না। তবে জনপ্রিয় যেসব সিরিজ,মুভি আছে সেগুলো এখানেই পেয়ে যাবেন।

এটির বেশ কিছু অসুবিধাও আছে। এটির নেগেটিভ সাইডের মধ্যে অন্যতম হলো

১. অ্যাডভার্টাইজমেন্ট। এখানে ১৫-২০ সেকেন্ডের অ্যাডভার্টাইজমেন্ট দেখা ছাড়া কন্টেন্ট দেখার কোন বিকল্প নেই।

২.স্ট্রিমিং অনেক সময় আটকে থাকে কিছু সময়ের জন্য। তাই ধৈর্য একটু বেশি‌ লাগে।

৩.মাল্টি ল্যাঙ্গুয়েজ অডিও সুবিধা নেই। দেখা যাচ্ছে হলিউডের কোন মুভির শুধু Dubbing ভার্শন‌ই আছে। যার কারনে অরিজিনাল মুভিটির অরিজিনাল অডিও শোনা যায় না অনেকসময়।

এবার আসা যাক এটির ব্যবহার করার টিউটোরিয়াল নিয়ে। প্রথমে আপনারা লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করে নিবেন।

এমন একটি পেজ আসবে। সেখানে skip এ ক্লিক করবেন।

এরপর এমন একটি ইন্টারফেস আসবে। এখানে একটি ইন্সট্রাকশন দেখাচ্ছে যদি ভিডিও আটকে থাকে তবে ভিপিএন দিয়ে ট্রাই করার জন্য।
সবার নিচের দিকে খেয়াল করুন। সেখানে Bollywood, Hollywood,Series নামের অপশন আছে। আমি সিরিজে ক্লিক করলাম।

সিরিজে ক্লিক করার পর এখানে ক্যাটাগরি দেখাচ্ছে।কি ধরনের সিরিজ দেখতে চাইছেন সেখানে ক্লিক করে নিন।যেমন আমি Netflix এর এখানে ক্লিক করলাম।


এখানে আমাকে নেটফ্লিক্স এর কালেকশন গুলো দেখাচ্ছে। সবার উপরে দেখেন সার্চ অপশন দেখাচ্ছে। সেখানে সিরিজ নেম লিখে search দিবেন।যেমন আমি লিখলাম Money Heist.

যদি সিরিজটি ওয়েবসাইটে থাকে তবে এখানে সিরিজ টি দেখাবে।আমি সিরিজটিতে ক্লিক করে নিলাম।

এখানে সিজনে গুলো দেখাচ্ছে।ধরা যাক আমি season 1 দেখবো সেখানে ক্লিক করে নিবেন।


দেখুন প্লে অপশন দেখাচ্ছে। সেখানে ক্লিক করে download/stream এর এখান থেকে stream ক্লিক কররে আপনার ভিডিও প্লে হতে শুরু করবে।

সবার উপরে বাম সাইডে খেয়াল করুন episode আর language দেখাচ্ছে। সেখান থেকে সিলেক্ট করলে play button এ ক্লিক করলেই ভিডিওটি প্লে হতে শুরু করবে।

আজ এই পর্যন্তই।দেখা হবে নতুন কোন টিউটোরিয়াল নিয়ে। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।

4 thoughts on "Netflix এর series দেখার একটি free বিকল্প পদ্ধতি"

  1. Zihad Ahmed Contributor says:
    GOOD ONE 🙂
  2. Tasik Contributor says:
    Best Alternative All Movie Platform –
    Website : https://solarmovie.pe
    App : https://onstream.so (Android+TV Both Version)
  3. XR SABBIR KHAN Contributor says:
    মুভি ডাউনলোড করার বেস্ট সাইট নিয়ে পোস্ট চাই ভাই
  4. Technical Asmaul Contributor says:
    সব ইন্ডিয়ান ওয়েব সিরিজ, মুভি বা হিন্দি ডাবিং সব কন্টেন্ট দেখা যাবে এইরকম কোন অ্যাপস বা ওয়েবসাইট নেই??

Leave a Reply