Site icon Trickbd.com

Beeper: অল ইন ওয়ান মেসেজিং সলিউশন

Unnamed

Beeper: অল ইন ওয়ান মেসেজিং সলিউশন
আসসালামু আলাইকুম। আশা করি সকলেই বেশ ভালো আছেন।
আজকে আপনাদের সকলের কাছে একটি অ্যাপ এর সাথে পরিচয় করে দিই। Beeper…

বর্তমানে আমরা সকলেই দৈনন্দিন জীবনে বিভিন্ন মেসেজিং প্লাটফর্ম ব্যবহার করে থাকি। যার মধ্যে উল্লেখযোগ্য WhatsApp, Facebook Messenger, iMessage, Telegram,Signal, Discord, slack ইত্যাদি ইত্যাদি। প্রত্যেকটি প্লাটফর্ম এর জন্য আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হয়। এই সমস্যার সমাধান নিয়ে এসেছে Beeper অ্যাপ। Beeper এমন একটি প্ল্যাটফর্ম যা সব জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম গুলোকে একত্রে শুধু মাত্র একটি অ্যাপ এর মাধ্যমে ব্যবহারের সুযোগ দেয়।

Beeper বর্তমানে ১৪ টি প্লাটফর্ম সাপোর্ট করে। আপনি WhatsApp, Facebook Messenger, Telegram ইত্যাদি সহ Instagram এবং Twitter DM ও এখানে পেয়ে যাবেন। তো যারা মিনিমালিস্ট, এবং যাদের লো এন্ড ডিভাইস রয়েছে, তাদের জন্য Beeper একটি ভালো সলিউশন হতে পারে।

নিরাপত্তার কথা বললে বিপার ব্যবহারকারীদের মেসেজিং এর নিরাপত্তা নিশ্চিত করার জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহার করে। যার ফলে আপনার কোনো ব্যক্তিগত তথ্য লিক হওয়ার ঝুকি থাকে না।
Beeper app নিজেও বেশ মিনিমাল এখন পর্যন্ত সাধারণ ব্যবহারের জন্য প্রয়োজনের বাহিরে তেমন কোনো এক্সট্রা ফিচার নিয়ে আসে নি। তবে ফিউচার আপডেট আরো অনেক কিছু যুক্ত হবে।

Beeper কিন্তু শুধু Android এ না, Windows, Linux, Mac, iPhone এবং ChromeOS এর জন্যও available!

আর বেশি কথা না বাড়িয়ে চলুন অ্যাপ এ ঢুকে পড়ি।

প্রথমে playstore থেকে বিপার ইনস্টল করে নিন।
Link

তারপর ইমেইল দিয়ে একটা beeper একাউন্ট বানিয়ে নিন।

একাউন্ট খোলা হয়ে গেলে একটা ৪৮ ক্যারেক্টার এর কোড দিবে, এইটা কোথাও সংরক্ষণ করে রাখুন।

তারপর ইচ্ছা মত প্লাটফর্ম কানেক্ট করুন। খুব সহজেই করা যায়। ইন্সট্রাকশন অ্যাপ এই দেয়া আছে। তাই পোস্ট আর বেশি বড় না করি।

আমি WhatsApp, Telegram আর Messenger কানেক্ট করে নিলাম

এখানে থেকে যেকোনো একটা সিলেক্ট করে দিতে পারেন

তো দেখতে পাচ্ছেন সব প্লাটফর্ম এর মেসেজ এক জায়গায় শো করছে। এখানে থেকে আপনি আপনার priorities অনুযায়ী পিন করে রাখতে পারবেন যেকোনো কাওকে। তার প্রোফাইল উপরে শো করবে।

এখন এই অ্যাপ এর কিছু অসুবিধা বলি। Calling feature এখনো অ্যাড করেনি। তবে ফিউচার এ আসবে। খুব বেশি কাস্টোমাইজেশনের সুবিধা নেই এখন পর্যন্ত। আর native app এর বেশ কিছু advanced feature এখানে পাবেন না।

তো, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এর বাহিরে কিছু জানার হলে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন।

টা_টা 👋

Exit mobile version