Site icon Trickbd.com

Whatsapp, Messenger এ অপরপক্ষ মেসেজ unsent/Delete করলে যেভাবে রিকোভার করবেন

Unnamed

কখনো কখনো দেখা যায় মেসেজের অপরপক্ষ মেসেজ দিয়ে unsent/delete করে দেয়।আবার কেউ কেউ seen করার আগেই মেসেজ ডিলিট দিয়ে দেয়।এ নিয়ে অনেকেই ভাবতে পারেন কি এমন পাঠালো যা unsent/delete for everyone দিয়ে দিল।এ নিয়ে আপনাদের মনে নিশ্চয়‌ই কৌতুহল জাগতে পারে।

মূলত তাদের জন্য‌ই আজকের এই পোস্ট।যারা বিভিন্ন WhatsApp group এ কিংবা inbox এ মেসেজ দিয়ে সেটি seen করার আগেই delete বা unsent করে দেয়, সেসব মেসেজে কি ছিল সেটি দেখার টিউটোরিয়াল‌ই আজকে শেয়ার করব।তো চলুন শুরু করা যাক।এর জন্য দরকার একটি অ্যাপ।

অ্যাপটির নাম WAMR

অ্যাপটি আপনারা প্লে স্টোরেই পেয়ে যাবেন। অ্যাপটির ডাউনলোড লিংক হচ্ছে
https://play.google.com/store/apps/details?id=com.drilens.wamr

প্রথমে আপনারা অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিবেন।

এ ধরনের একটি Disclaimer দেখাবে।আপনারা সেটি Accept করে নিবেন।

এরপর এখানে আপনাকে enable এ ক্লিক করে নিতে হবে।


এখন আপনাকে প্ল্যাটফর্ম সিলেক্ট করতে হবে।আপনারা WhatsApp,Facebook এর পাশাপাশি আরো কোন কোন অ্যাপ থেকে ম্যাসেজ রিকোভার করতে পারবেন সে অ্যাপগুলো দেখাচ্ছে। আমি দেখানোর জন্য Whatsapp সিলেক্ট করে নিলাম।

এরপর উপরের মতো একটি Yellow box দেখতে পাবেন। আপনারা সেটিতে ক্লিক করবেন।

উপরের মতো Whatsapp folder এ এলাউ করে দিবেন।

এবার আসা যাক টেস্টে। দেখুন উপরে কেউ একজন আমাকে ম্যাসেজ দিয়েছে।

আর ম্যাসেজটি খোশার পর দেখি প্রথম ম্যাসেজটি unsent দিয়ে রেখেছে। এখন সেটি কিভাবে দেখব?

এজন্য নিচের মতো Wamr অ্যাপটি অপেন করলাম। এরপর যে নাম্বার টি দেখাচ্ছে সেখানে ক্লিক করলাম।

দেখুন এখানে আমাকে High এর আগে oii দিয়েছে যেটি সে unsent করে রেখেছে।

অ্যাপটির কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো

১.অ্যাপটি ইনস্টল করার আগে যে ম্যাসেজটি এসেছে সেটি রিকোভার করতে পারবেন না। অর্থাৎ ২-৩ মাস আগে কে কোন ম্যাসেজ unsent করেছিল সেটি দেখতে পারবেন না।

২.আপনি যদি Notification মিউট করে রাখেন তাহলে আপনার ম্যাসেজ রিকোভার হবে না। কারন অ্যাপটি Notification এর উপর‌ই কাজ করে।

৩.যদি এমন হয় যে আপনি দীর্ঘ সময় অফলাইনে ছিলেন যার কারনে আপনার massage notification আসার আগেই unsent করে দিয়েছে, তাহলে সেটি রিকোভার হবে না।

আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের উপকারে আসবে।যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন। ট্রিকবিডিতে সাথেই থাকুন। আপনাদের প্রতি অনেক অনেক শুভকামনা রইল।