Site icon Trickbd.com

বিকাশ সেভিংস একাউন্ট খোলার নিয়ম | Bkash Savings Details Bangla

Unnamed


আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি। আজকের পোষ্টে আপনাদের দেখাবো যেভাবে আপনারা খুব সহজে বিকাশ সেভিংস একাউন্ট খুলবেন। আপনি আপনার বিকাশ একাউন্টে এখন থেকে সাপ্তাহিক বা মাসিক ডিপিএস খুলে সর্বনিম্ন ২৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত ও সর্বনিম্ন ৬ মাস মেয়াদে রেখে মুনাফাসহ সেভিংস করতে পারেন।
তাছাড়া নিদিষ্ট সময় পর টাকাটি আপনারা বিকাশ থেকে কোনো চার্জ ছাড়াই ক্যাশআউট করতে পারবেন।
তো এর জন্য প্রথমে বিকাশ অ্যাপটি আপনারা ইনস্টল করে আপনার বিকাশ নাম্বারটি বিকাশ অ্যাপে লগইন করেনিন।
লগইন করার পর সেভিংস এ ক্লিক করুন।

নতুন সেভিংস খুলুন ক্লিক করুন।

ডিপিএস থেকে মুনাফা নিতে চাইলে ওপরের টা সিলেক্ট করুন আর ইসলামি ভিত্তিক খুলতে চাইলে নিচের টা সিলেক্ট করুন।

যেকোনো একটি কারণ সিলেক্ট করুন কেন সেভিংস করতে চান।

ডিপিএস কতদিনের জন্য খুলবেন তা সিলেক্ট করুন ও ডিপিএস ধরণ এবং কত টাকা তা সিলেক্ট করুন।

এবার কোনটাতে জমা রাখতে চান এখানে কোথায় কেমন মুনাফা দিবে তা দেখাচ্ছে আপনারা যেখানে বেশি মুনাফা দিবে সেটা সিলেক্ট করবেন।
যেমন:IDLC

নমিনি তথ্য যোগ করুন ক্লিক করুন।

নমিনি আপনি যাকে দিতে চান আপনার একাউন্ট এর তার এনআইডি নাম্বার ও জন্মতারিখ লিখুন এবং সে আপনার কে হয় সম্পর্ক সিলেক্ট করুন।

কত টাকা আপনার জমা হবে?
কত টাকা মুনাফা পাবেন?
মোট কত টাকা পাবেন?
টাকা জমা দেওয়ার পরবর্তী তারিখ ও অটো টাকা আপনার বিকাশ থেকে কেটে নেওয়ার দিন এখানে দেখতে পাবেন আপনারা চাইলে পড়বেন অথবা নিচে এগিয়ে যান ক্লিক করুন।

আপনার বিকাশ একাউন্ট এর পিন দিন

এবার ট্যাপ করে ধরে রাখুন যত টাকার ডিপিএস করেছেন আপনি ততো টাকা আপনার বিকাশ একাউন্ট থেকে কেটে নিবে এবং সেভিংস একাউন্ট খোলা হয়ে যাবে।

প্রথম টাকা পরিশোধ হয়ে গেলে ডিপিএস একাউন্ট খোলা শেষ এবার বিকাশ হোম পেজে সেভিংস অফশন থেকে বিস্তারিত দেখতে পাবেন কত টাকা জমা হয়েছে।
আর পরবর্তী সপ্তাহ বা মাসের টাকা পরিশোধ করতে শুধুমাত্র আপনার যে তারিখ বা দিন রয়েছে সেই তারিখ বা দিনে আপনার বিকাশ একাউন্ট এ নিদিষ্ট পরিমাণ টাকা রাখবেন ফলে বিকাশ থেকে অটোমেটিক আপনার একাউন্ট থেকে টাকা কেটে নিয়ে সেভিংস এ ডিপিএস এ জমা হয়ে যাবে।
এভাবে যতদিনের জন্য ডিপিএস করেছেন ততোদিন একাউন্ট এ নিদিষ্ট দিন বা তারিখে টাকা রাখবেন।
আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে নিচের ভিডিওটি বিস্তারিত সহকারে দেখুন

“প্রতিনিয়ত সবার আগে Technology রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন,ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবেন।

★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন নিচে ক্লিক করে দেখেনিনঃ

বাংলালিংক সিমে ১ জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে নিয়েনিন
★★প্রতিনিয়ত এরকম টেকনোলজি বিষয়ক পোস্ট সবার আগে দেখতে ভিজিট করুন আমার ওয়েবসাইট𝘄𝘄𝘄.𝘀𝘁𝗲𝗰𝗵𝘁𝘂𝗻𝗲.𝗯𝗹𝗼𝗴𝘀𝗽𝗼𝘁.𝗰𝗼𝗺
★কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে ফেসবুক পেজ BD TRICK SH এ মেসেজ দিনBDTRICKSH
সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}