ফ্রি মোবাইল মেসেজিং অ্যাপ হিসেবে সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হচ্ছে, হোয়াটসঅ্যাপ। ফেসবুকের মালিকানাধীন এই অ্যাপটি প্রতি মাসে ১০০ কোটিরও বেশি মানুষ ব্যবহার করে থাকেন।
কিছুদিন আগে ফাঁস হওয়া তথ্য থেকে জানা গিয়েছিল যে, খুব শিগগির ভয়েস মেইল, কল ব্যাক এবং জিপ ফাইল শেয়ারিং সুবিধা চালু হতে যাচ্ছে হোয়াটসঅ্যাপে।
সম্প্রতি হোয়াটসঅ্যাপের আরো একটি চমকপ্রদ ফিচার ফাঁস হয়েছে। ফোন রাডারে ফাঁস হওয়া তথ্যানুসারে, হোয়াটসঅ্যাপে এবার ভিডিও কলিং সুবিধাও চালু হতে যাচ্ছে।
ফেসবুক মেসেঞ্জারে ইতিমধ্যে রয়েছে ভিডিও কলিং সুবিধা। এবার হোয়াটসঅ্যাপেও এ সুবিধা যুক্ত হলে, ভিডিও কলিংয়ের জন্য জনপ্রিয় স্কাইপে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।