Site icon Trickbd.com

আপনার পছন্দের ফন্টের নাম খুঁজে বের করুন সহজেই।

Unnamed

আচ্ছালামুআলাইকুম।

কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ পাকের
অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও
আল্লাহর রহমতে ভালো আছি।

ধরুন, কোন একটি ইমেজ কিম্বা কোথাও আপনি
এমন একটি ফন্ট দেখলেন যেটা আপনার খুবই
পছন্দ হল কিন্তু আপনি সেই ফন্টের নাম জানেন
না এবং সেটা আপনি আপনার পরবর্তি প্রজেক্টে
ব্যবহার করতে চান তখন সেই ফন্টটির নাম বের
করা দুষ্করই বলা চলে। আপনি কোথায় পাবেন
সেই ফন্টের নাম টি। আসলে এতদিন এই কাজটা
কঠিন ছিল কিন্তু এখন কিন্তু আপনি কঠিন এই কাজটিই
মুহুর্তে সেরে ফেলতে পারেন শুধুমাত্র
চমৎকার একটি ওয়েবসাইটের মাধ্যমে।

ওয়েবসাইটটির নাম http://www.myfonts.com/ সাইটটি
একটি ফন্ট ডেডিকেটেড সাইট। আপনার খুব
সহজে এই সাইট টির মাধ্যমে যে কোন রকম
ফন্টের নাম খুজে পাবেন। MyFont’s
ওয়েবসাইটটিতে ব্যবহার করা হয়েছে
WhatTheFont নামের একটি চমৎকার টুল যার
মাধ্যমে আপনি প্রায় যে কোন ফন্ট
আইডেন্টিফাই করতে পারবেন বা খুজে পেতে
পারেন।

আপনার যদি কোন ফন্টের নাম জানার প্রয়োজন
হয়ে থাকে তবে সেই ফন্টটির পিএনজি,
জিআইএফ অথবা জেপিইজি ফাইল এই টুলটিতে
আপলোড করলেই টুলটি এর বিশাল ডাটাবেস
থেকে খুঁজে সর্বোচ্চ কাছাকাছি ফলাফল
প্রদর্শন করবে।
দেখুন নিচের চিত্রে কিভাবে একটি ফন্ট খুজে
পাওয়া সম্ভব।

তাহলে আর দেরি না করে দ্রুত আপনার
পছন্দের ফন্ট টির নাম খুজে বের করুন। আর
আপনার পরবর্তী যে কোন প্রকার
প্রজেক্টে সেই ফন্ট টি ব্যবহার করতে
পারেন।
» আরো টপিক্স পরুন।
Exit mobile version