Site icon Trickbd.com

এবার এন্ড্রয়েডে ছোট্ট একটি এপ্স দিয়ে র্যাম অটো ক্লিন করুন আর আপনার ফোনকে রাখুন সুপার ফাস্ট !!

Unnamed

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা রাখি আপনারা সবাই ভালো আছেন।

আজ অনেকদিন হলো কোনো পোস্ট লিখিনা, আসলে ইদানিং খুব ব্যস্ত তার মাঝেও প্রযুক্তিকে ভুলে থাকতে পারিনা।

নেটে অনেক খুজে খুজে একটা চরম এপ্স পেয়েছি যেটা একই সাথে আপনার মোবাইলের ব্যাটারির চার্জ ধরে রাখবে এবং র‍্যাম অটো ক্লিন করে রাখবে। ফলে ফোনের ব্যাকগ্রাউন্ডে চালু থাকা সকল এপ্স অটো ক্লিন থাকবে যার ফলে চার্জ অনেকাংশে কম ব্যবহৃত হয়।
প্লে-স্টোরে ডাউনলোডের সংখ্যা ১কোটির বেশি।

তো প্রথমেই নিচ থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
Yellow Booster.apk

সফটওয়্যারটির কিছু স্ক্রিনশট দেওয়া হলো দেখুনঃ

প্রথমে সফটওয়্যারটি ওপেন করুণ, তারপর নিচের দেখানো স্ক্রিনশটের মতো কাজ করুন।

তারপর নিচে দেখানো গোল ওই বাক্সের ভিতর ক্লিক করুন। এখন র‍্যাম বুস্ট হচ্ছে মানে ক্লিন হচ্ছে।


এছাড়া আরো অনেক ফিচার এই সফটওয়্যারে রয়েছে যা আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন।

এপ্স বুস্টারঃ-

আরো আছে জাংক ফাইল ক্লিনার।
আমার মতে এটা অনেক কাজের একটি সফটওয়্যার। ধন্যবাদ জানাই এই এপ্সটির ডেভেলপারকে যিনি ইউজারদের কথা মাথায় রেখে এতো ভালো একটা এপ্স মেকিং করার জন্য।

সবাই ভালো থাকুন সুস্থ্য থাকুন এই কামনা করে শেষ করলাম। ফি-আমানিল্লাহ।।
ফেসবুকে আমি