Site icon Trickbd.com

এখন ফাইল ম্যানেজার দিয়েই যেকোন অ্যাপ ক্লোন করুন!!সাথে ফাইল ব্রাউজিং তো থাকছেই!!

আলোচনাঃ

ফাইল ম্যানেজারের জগতে সেরা বা বহুল ব্যবহৃত নাম টি হচ্ছে Es File Explorer এছাড়াও আরো রয়েছে FX File Manager,Mi Xplorer,Xplorer সহ আরো অনেক!যেগুলোর প্রতিটিই ইউজারদের কাছ থেকে ভাল রেটিং পেয়ে আসছে শুরু থেকেই!
 
এবার ফাইল ম্যানেজারের জগতে প্রায় নতুন ই বলা চলে এমন অ্যাপের নাম হচ্ছে MT! এটি শুধু ফাইল ম্যানেজার ই না একটি এন্ড্রয়েড প্যাকেজ ও বলা যেতে পারে!চলুন দেখে নেই এপ টির বিশেষ ফিচার সমূহ!

ফিচারসমূহঃ

 

  • অ্যাপ অপটিমাইজার হিসেবে ব্যবহার করতে পারবেন।
  • সিস্টেম অ্যাপ ব্রাউজ বা ইডিট করতে পারবেন!
  • সাধারণ ফাইল ম্যানেজারের মত ফাইল ব্রাউজ, কাট,কপি,মুভ করতে পারবেন।
  • Text Editor,XML Editor,HEX,RGB Editor হিসেবে ব্যবহার করতে পারবেন।
  • ব্যাকআপ রাখার সুবিধা,এছাড়া ইমেজ ওপেন করা,গান শোনা সবই করতে পারবেন এই অ্যাপ দিয়েই!
এছাড়া রুট ফাইল ম্যানেজার হিসেবেও ব্যবহার করতে পারবেন!এমনি জিপ,রার ফাইল এক্সট্রাক্ট বা Archiveকরার সুবিধা ও পাচ্ছেন ছোট্ট এই অ্যাপ টিতেই!
    
অর্থ্যাত,টিপিক্যাল ফাইল ম্যানেজারের সব সুবিধা গুলো এই ফাইল ম্যানেজারে ও পাচ্ছেন কিন্তু একটি বিশেষ ফিচার হচ্ছে অ্যাপ ক্লোন বা ডাবল করা!এছাড়া এর ডার্ক ম্যাটেরিয়াল লুক ও অসাধারণ।সব মিলিয়ে সংগ্রহে রাখার মত একটি অ্যাপ।তবে এইজন্য অবশ্যই আপনাকে রুট ইউজার হতে হবে!

ডাউনলোড লিংক ঃ এখানে ক্লিক করে ডাউনলোড করুন

ডাউনলোডের নিয়মঃ 

 

ডাউনলোড করতে অবশ্যই UC BROWSER দিয়ে লিংকে গিয়ে একদম নীচের DOWNLOAD লেখার নীচের টিক তুলে দিয়ে সেখানেই ক্লিক করবেন প্রথম DOWNLOAD লেখায় নয়।পরের পেজ আসলে CLICK HERE TO DOWNLOAD এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।

আশা করি টিউন টি আপনাদের উপকারে আসবে।টিউন টি ভাল লাগলে শেয়ার দিতে ভুলবেন না।ভাল থাকুন আর ভাল রাখুন আপনার চারপাশ এই কামনায় আজকের মত এখানেই বিদায়।ধন্যবাদ সবাইকে।

ফেসবুকে আমি ঃ Ashikur Rahman Khan