আলোচনাঃ
আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই?আশা করি আল্লাহর রহমতে সবাই বেশ ভালই আছেন।ফ্রীতে কথা বলার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপ ব্যবহার করে আসছি।তবে কিছুদিন ব্যবহার করার পর কেন জানি সেই সকল অ্যাপ গুলোর ফিচার গুলো অফ করে দেয় :(এদের মধ্যে উল্লেখযোগ্য অ্যাপ হচ্ছে Voxox,Elcatalk,Text Free,Libon,Bigo এছাড়া আরো অনেক অ্যাপ যেগুলোর অধিকাংশ ই এখন স্মৃতি ছাড়া আর কিছুই নয়।বর্তমানে অনেক অ্যাপ আসলেও সেসবে ক্রেডিট নিয়ে এত বেশি ঝামেলা পোহাতে হয় যে যা আর বলার অপেক্ষা রাখেনা।জাস্ট বোরিং :/
কিন্তু আজ আপনাদের জন্য ফ্রীতে কথা বলার জন্য বর্তমানের সেরা অ্যাপ নিয়ে এলাম।এটি দিয়ে পৃথিবীর প্রায় সকল দেশেই কথা বলতে পারবেন।হ্যা এটিতেও ক্রেডিট এর ব্যাপার স্যাপার আছে কিন্তু সেসব তুলনামূলক বেশ সহজ এবং অল্প সময়ের মধ্যেই ক্রেডিট অর্জন সম্ভব!অ্যাপ টিতে জাস্ট মোবাইল নম্বর,নিজের নাম,পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করলেই পাবেন ১০০০ ক্রেডিটস!এছাড়া ডেইলি কয়েক সেকেন্ডের এড সার্ফিং করলে পাবেন ২০০ ক্রেডিট!তারপর দ্বিতীয় অপশন থেকে শুধু এডে ক্লিক করলেই ১০০ ক্রেডিট!
আর আপনার রেফার লিংক থেকে কাউকে জয়েন করালেই পাবেন ১০০০ ক্রেডিট!মানে এর ক্রেডিট অর্জন ও বেশ সহজ।এর মাধ্যমে ভিডিও মেসেজ পাঠাতে পারবেন এবং এই অ্যাপ টু অ্যাপ কথা বলা একদম ই ফ্রী।সো বুঝতেই পারছেন!এখুনি নিচের লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন।
ডাউনলোড লিংক : এখানে ক্লিক করে ডাউনলোড করুন
বিঃ দ্রঃ ডাউনলোড করতে লিংকে গিয়ে একদম নীচের DOWNLOAD লেখার নীচের টিক তুলে দিয়ে সেই DOWNLOAD লেখাতেই ক্লিক করবেন।পরের পেইজে Click Here To Download এ ক্লিক করবেন।অবশ্যই UC BROWSER ব্যবহার করবেন।
আশা করি টিউন টি আপনাদের উপকারে আসবে।তাই শেয়ার করে সকলকে জানিয়ে দিতে ভুলবেন না।আমাদের সাথেই থাকুন।ভাল থাকুন আর ভাল রাখুন আপনার চারপাশ।ধন্যবাদ সবাইকে।