Site icon Trickbd.com

ফেসবুক Photo Verification ঠিক করুন একদম সহজ পদ্ধতিতে!আর নয় বিড়ম্বনা!

আলোচনাঃ

বর্তমানে ফেসবুকের রুলস হার্ড থেকে হার্ডেস্ট হয়ে যাচ্ছে ফেলতেছেন!হ্যা এটি বেশ ভাল এবং যুগোপযোগী সিদ্ধান্ত ও বটে।ককারণ এর মাধ্যমে যত্তসব ফেইক আইডি বা অনিয়ন্ত্রিত আইডি গুলো বাদ হয়ে পরছে।কিন্তু অনেকের ঈ রিয়েল বা একমাত্র আইডি গুলোও এ সমস্যায় আক্রান্ত থেকে বাদ যাচ্ছেনা! যার কারণে অনেকেই নিজের প্রিয় আইডি টিকে হারাচ্ছেন!

ফেসবুকে অনেকেই টাকার বিনিময়ে এসব আইডি গুলো ঠিক করে দেয়ার কথা বললেও তা অনেকসময় ই বিশ্বাসযোগ্য হয়না!আমরা সমাধান বললেও অঅনেকে ঠিক করে উঠতে পপারেন ননা।অথচ একটু কষ্ট করলেই কিন্তু যে কেউ ফটো ভেরিফিকেশন ঠিক করতে পারেন!তাই আজ আপনাদের জন্য স্টেপ বাই স্টেপ Photo Verification এর সমাধান নিয়ে হাজির হলাম!

 

কার্যপদ্ধতিঃ

প্রথমে এই লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করুন ঃ  Click Here To Download
ডাউনলোড করতে অবশ্যই UC BROWSER দিয়ে লিংকে গিয়ে একদম নিচের DOWNLOAD লেখার নিচের টিক তুলে দিয়ে সেই DOWNLOAD এ ক্লিক করবেন।

ডাউনলোড শেষে অ্যাপটি অপেন করলে নিচের পিকের মত আসবে!

 

 

Skip এ ক্লিক করবেন।তারপর একটি রিজেষ্ট্রেশন বা লগিন এর পেইজ দেখতে পাবেন।যেহেতু আপনার আগের থেকে আইডি নেই তাই রেজিষ্ট্রেশন এ ক্লিক করে সেখানে ইমেইল আর পাসওয়ার্ড এর যে বক্স গুলো আছে সব পূরণ করুন।দেন লগিন হলে আপনার বর্তমান আইপি এড্রেস দেখাবে.

এবার উপরের বাম দিকে সেটিং বাটনে ক্লিক করুন।সেখানে অপশন গুলো থেকে Change Region এ ক্লিক করে সেখান থেকে JAPAN এ ক্লিক করুন


।জাপান সিলেক্ট হলে একটু ওয়েট করুন।দেন ডিফল্ট ব্রাউজার এ গিয়ে আপনার Photo Verification এ পরা Facebook আইডি টি লগিন করুন।দেখুন ম্যাজিক!আপনার নম্বরে একটি কোড যাবে(যদি ফেসবুকে নম্বর দেয়া থাকে) আর যদি নম্বর দেয়া না থাকে তাহলে একটি নম্বর দিতে বলবে বা আগের পাসওয়ার্ড চেঞ্জ করে নতুন পাসওয়ার্ড দিতে বলবে।এবং সেটা করলেই আপনার আইডি একদম ঠিক!!আশা করি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন! ক্লিয়ার না বুঝলে পোস্ট টি কয়েকবার পড়ুন বা স্ক্রিনশট গুলো দেখুন।
ধন্যবাদ সবাইকে।পোস্ট টি ভাল লাগলে শেয়ার ক্রতে ভুল্বেন না।সবাই কে মাহে রময়ানের শুভেচ্ছা!ভাল থাকবেন সবাই। আলবিদা।