Site icon Trickbd.com

আপনার এন্ড্রয়েডের জন্য “বাংলা ভয়েস ক্লক” বাংলাতে সময় বলাতে পারবেন ২৪ ঘণ্টায় প্রতি মিনিটে। বাংলাদেশের প্রথম বাংলা ভয়েস ক্লক!

Unnamed

কেমন আছেন সবাই? আশারাখি
ভালই আছেন।
আমি আমার মোবাইল ব্যবহারের শুরু
থেকেই সিম্বিয়ানের ভক্ত ছিলাম।
এই টিটিতে সিম্বিয়ানের জন্য
কয়েকটি টিউন ও করেছিলাম। কিন্তু
স্মার্ট ফোনের এই যুগে এন্ড্রয়েড
ছাড়া চলা মুশকিল। (*আমার জন্য) তাই
দেড় বছর যাবৎ এন্ড্রয়েডের সাথেই
পথ চলা।
এখন কথা হল এই এন্ড্রয়েডের জন্য
বাংলা ভয়েস টকিং ক্লক নেটে
অনেক খুজা খুজি করেছি কিন্তু কোন
সফ্ট পাইনি। যা পেয়েছি সবই
ইংরেজী নয়তো অন্য ভাষায়। তাই
নিজেই মাঠে নেমে পড়লাম একটা
বাংলা টকিং ক্লক তৈরীতে।
আলহামদুলিল্লাহ, তৈরী হয়েগেল
বেস্ট এন্ড অল রাউন্ডার “বাংলা
ভয়েস ঘড়ি ” এটা শুধু কথা বলা ঘড়িই
নয় বরং এলার্ম ঘড়ির কাজেও ব্যবহার
করা যাবে। সাথে থাকছে ইচ্ছামত

কাস্টমাইজ করার অপশন্স।

কী কী সুবিধা থাকছে
ঘড়িটিতে? আসুন
দেখেনেই
সংক্ষিপ্তাকারে ।
বাংলাতে অটোমেটিক সময় বলে
দেবে।
২৪ ঘণ্টার প্রতি মিনিটে সময় বলে
দিতে সক্ষম।
সময় বলার আগে আপনাকে সালাম
দিবে।
নির্দিষ্ট সময় চাইলে সময় বলা বন্ধ
রাখতে পারবেন।
সর্বোচ্চ কাষ্টমাইজেশন সুবিদা।
এটি এর্লাম ঘড়ি হিসেবেও ব্যবহার
করতে পারবেন।
আমার জানামতে এটি
বাংলাদেশের প্রথম বাংলা
টকিং ক্লক ( আপনার জানা অন্য
কোন বাংলা টকিং app থাকলে
আমাকে জানাবেন)
জিঞ্জার ব্রেড সহ সকল ভার্সনেই
সার্পোটেড।
শুরুতে আপনার ইচ্ছামত সাউন্ড যুক্ত
করতে পারবেন।
এছাড়াও এতে আরেো অনেক

সুবিধা আছে । ব্যবহার করলেই বুঝতে
পারবেন । আসুন এবার কিছু ব্যবহার
নিয়ম নীতি দেখে নেই।
কত মিনিট পরপর সময় বলবে তা
নির্ধারণ করুন >সেটিংস>মুল
সেটিং> মিনিট অন্তর অন্তর সময় বল>
(১-৫৯ মিনিট পর্যন্ত) আমি দিলাম ৩০
মিনিট।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

ধন্যবাদ আপনার মূল্যবান সময় নষ্ট করে
টিউনটি পড়ার জন্য। কেমন হল
জানিয়ে কমেন্টস করতে ভুলবেন
না।