এমসিসির প্রযুক্তিপ্রধান মাইনুল ইসলাম বলেন, ‘গুগল প্লে স্টোরে হাজারো ইসলামিক অ্যান্ড্রয়েড অ্যাপ থাকলেও বাংলায় একটি পূর্ণাঙ্গ অ্যাপ তৈরি করেছে এমসিসি। অনেকগুলো অ্যাপ ডাউনলোড করলে মোবাইল ফোনের মেমোরি নষ্ট হয়। গ্রাহকদের এ সুবিধার কথা ভেবে আমরা একটি অ্যাপেই সব কটি সেবা দেওয়ার চেষ্টা করেছি। রোজার পাশাপাশি সব সময় অ্যাপটি ব্যবহার করা যাবে।’
পুরো রমজান মাসের ক্যালেন্ডার, সেহ্রি ও ইফতারের সময়সূচি, স্বয়ংক্রিয় অ্যালার্ম, নামাজের সময় জানাতে পারে এটি। সঠিকভাবে কেবলা খুঁজে বের করার জন্য এতে আছে কম্পাস। সেহ্রি ও ইফতারের জন্য দোয়াসহ বিভিন্ন প্রয়োজনীয় দোয়ার বাংলা এবং তারাবির নামাজের নিয়মকানুন ও দোয়া পাওয়া যাবে এতে।