Site icon Trickbd.com

এবার পিসি বা ল্যাপটপ ছাড়াই আপনার Image দিয়ে তৈরি করে ফেলুন Video সাথে দিয়ে দিন পছন্দের Music

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আমি নিজের ছবি নিয়ে কিভাবে Vidoe তৈরি করতে হয় তা নিয়ে ২/১ টিউন করেছি কিন্তু তা পিসি/ল্যাপটপ এর জন্য, কিন্তু আপনার শখের Android ফোন দিয়ে যে পিসি/ ল্যাপটপ এর কাজ করা যাবে তা কি আপনি জানেন না জানলে জেনে নিন, আজকের টিউন থেকে।

প্রথমে নিচের লিঙ্ক থেকে Apps টি ডাউনলোড করে নিন, তারপর ইন্সটল করুন।

Click Here To Download

এবার Create New Project এ ক্লিক করুন । তাহলে নিচের মত আসবে।

Add বাটনে ক্লিক করে আপনার ছবিগুলো দেখিয়ে দিন যেগুলো দিয়ে ভিডিও তৈরি করবেন।

এবার ছবির মধ্যে Audio Music দিতে হলে Audio Editor বাটনে ক্লিক করুন।

এবার পছন্দ মত মিউজিক দিয়ে Render বাটনে ক্লিক করে Play Video তে দেখুন কেমন হয়েছে।

ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।

আরো নতুন নতুন টিপস পেতে এখানে ভিসিট করুন।

সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো থাকুন এবং সব সময় ট্রিকবিডি এর সাথেই থাকুন।