Site icon Trickbd.com

একজন স্মার্ট ফোন ব্যবহারকারীর ফোনে গুরুত্বপূর্ন যে চারটি Software থাকা আবশ্য জুরুরী

Unnamed

আসসালামু-আলাইকুম… TrickBD.Com এর পক্ষ থেকে আজ নতুন একটি পোস্ট নিয়ে আবার হাজির হলাম। টাইটেল দেখে তো বুঝতেই পারছেন আজ আমি কি নিয়ে লিখব?

এখন আমরা সবাই Smart Phone (Android) ব্যবহার করে থাকি। এর সুবিধা নানা রকম । আরও কিছু বাড়তি সুবিধা পেতেই আজ আমার এই পোস্ট। আচ্ছা.. আমি ফোনে যা লিখছি অথবা Type করছি তা যদি স্টোর থাকতো। যা কপি করছি তা যদি স্টোর থাকতো, তাহলে অনেক ভাল হতো। তাই না..?? যা মোবাইলে লিখা হচ্ছে এবং যা কপি করা হচ্ছে তা আলাদা আলাদা ভাবে ফোনে জমা থাকবে। তাহলে চলুন দেখে নিই।
.

1# Clip Stack (Copy Store)

Clip Stack এই Software টি দিয়ে সহজেই কপি (Copy) করা Text পাওয়া যাবে। মোবাইলে যখন যা কপি করা হয় সমস্ত কিছু স্টোর থাকবে। প্রয়োজন মতো দেখে নিতে পারবেন।
Play Store Link

নিচে Screenshot এ দেখানো হলো।

দেখুন যা কপি করলাম এখানে জমা হয়েছে ।

এটা On করে দিলে সব হাইড হয়ে যাবে। আপনাকে ছাড়া কেউ দেখতে পারবে না।

আপনি চাইলে এর সমস্ত Copy করা ডাটা Backup নিতে পারবেন। পরবর্তীতে Restore ও করতে পারবেন।

.
.

2# Type Machine

Type Machine Application টি দিয়ে সহজেই মোবাইলে যা কিছু লিখা হয় অথবা Type করা হয়। তা আপনার ফোনে সংরক্ষিত থাকবে। প্রয়োজন অনুযায়ী দেখে নিতে পারবেন কখন কি লিখা হয়েছে। Play store এটি Paid Apps.. টাকা দিয়ে কিনতে হয়। কিন্তু আমি ফ্রি Download Link দিচ্ছি।

Install করার পর permission দিতে হবে। সেটিং সবাই পরবেন। তাই কোন Screenshot দিলাম না। সমস্যা হলে কমেন্ট বক্সে আসুন।

.
.

3# Floating Note (Notepade Editor)

এখন আমি এমন একটা Notepade Editor দেখাব ,‌ যা মোবাইলের স্ক্রিনের সব জায়গায় Text Edit করতে পারবেন। যেখানে কোন কিছু Copy করা যায় না সেখানে এই Floating Note এর বিকল্প নাই।
Play Store (Paid BDT-95.79 taka)

Screenshot গুলো অনুসরন করি তাহলেই হবে।



.
.

4# Google Contact

Save করা মোবাইল নাম্বার হারানোর জ্বালা আপনি বুঝবেন না যদি না আপনার কখনও নাম্বার হারিয়ে থাকে। মোবাইল হারানো সাথে সকল নাম্বার ,‌সিম হারানো সাথে সব নাম্বার । এসব যামেলা থেকে একদম দুরে থাকতে এই Software টি Google Contact. Save করা নাম্বার হারানোর ভয় আর না।
Download Link Here

নিচের সব Screenshot অনুসরন করি..‌..

কোন নাম্বার নাই..

মোবাইলের Contact এ যায়.. তারপর Import/Export এ ক্লিক করি।




এখন আর আপনার নাম্বার হারানোর কোন ভয় থাকবে ন‌া।

যদি কোন কাজে লাগে তাহলে কমেন্ট বক্সে একটা ধন্যবাদ দিবেন। যদি বুঝতে সমস্যা হয় তাও জানাবেন। মানুষ মাত্রই ভুল , তাই ভুল হলে ক্ষমা করে দিবেন।
.
.

I Love TrickBD.Com