Site icon Trickbd.com

Play Store থেকে ম্যালওয়্যারযুক্ত অ্যাপ সরাল গুগল।

Unnamed

ব্যবহারকারীদের অজান্তেই ডিভাইসে অ্যাপ ডাউনলোড করায় নিজেদের প্লে স্টোর থেকে ‘লেভেল ড্রপার’ অ্যাপ সরিয়ে ফেলেছে গুগল। ম্যালওয়্যারযুক্ত অ্যাপটি ডাউনলোড করার পরপরই ব্যবহারকারীদের অনুমতি ছাড়া ৩০ মিনিটে ১৪টি অপরিচিত অ্যাপ ডাউনলোড করে। ফলে ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কা দেখা দেয়।

গত সপ্তাহে নিরাপত্তাপ্রতিষ্ঠান ‘লকআউট’ প্রথম অ্যাপটির কার্যক্রমের তথ্য গুগলের নজরে আনে। পাশাপাশি যেসব ডিভাইসে ইতিমধ্যে অ্যাপটি ডাউনলোড করা হয়েছে সেগুলো দ্রুত ‘ফ্যাক্টরি রিসেট’ করারও পরামর্শ দেয়। লকআউটের কাছ থেকে বিষয়টি জানতে পেরেই অ্যাপটি নিজেদের অনলাইন স্টোর থেকে মুছে ফেলার উদ্যোগ নেয় গুগল।

সম্প্রতি সারা বিশ্বের প্রায় সাড়ে আট লাখ অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসে আঘাত হানে ‘গডলেস’ ম্যালওয়্যার।

আরো নতুন কিছু পেতে TipsAdd.Com