ঈদের উৎসবকে আরও রঙিন করে তোলে মেহেদী। বড়দের পাশাপাশি ছোটদেরও মেহেদী দিয়ে হাত সাজানোর ব্যস্ততা শুরু হয় চাঁদ রাত থেকেই। এ সময় বাসায় একেক জনের ডিজাইন একেক রকম করতে গিয়ে হিমশিম খেতে হয়।
তবে অ্যাপ্লিকেশনের এ যুগে স্মার্টফোন থেকেই জেনে নেওয়া যাবে হরেক রকম ডিজাইন। তেমনি একটি
অ্যাপ্লিকেশন হলো ‘ ঈদ মেহেদী ডিজাইন’। শেষ সময়ে এক্সপেরিমেন্টের বদলে এ অ্যাপের আকর্ষণীয় ডিজাইন থেকে রাঙাতে পারবেন নিজেদের হাতকে।
১. এতে ক্যাটাগরি আকারে মেহেদীর ডিজাইনের বিভাগ রয়েছে।
২. হাই রেজুলেশনের ছবি যুক্ত করা হয়েছে এ অ্যাপে। ফলে ডিজাইনগুলো ভালোভাবে বোঝা যাবে।
৩. কোনো ডিজাইন বুঝতে অসুবিধা হলে রয়েছে জুম সুবিধা। ইচ্ছামতো জুম করে ছবি বড় করা যাবে।
৪. ইন্টারনেট ছাড়া সম্পূর্ন অফলাইনে কাজ করবে অ্যাপটি। তাই একবার ডাউনলোডের পর ইন্টারনেটের প্রয়োজন হবে না। অ্যাপ্লিকেশনটি বিনামূল্যে এ ঠিকানা থেকে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।