Site icon Trickbd.com

কেও যদি আপনার থেকে ফোন হুট করে কেড়ে নিলে, যে অ্যাপে কাজ করছিলেন তা উধাও হয়ে যাবে [২য় পর্ব]

সালামু লাকু
ﺑِﺴْﻢِﺍﻟﻠَّﻪِﺍﻟﺮَّﺣْﻤَﻦِﺍﻟﺮَّﺣِﻴﻢ

শুভেচ্ছাঃ-
আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ পাকের দয়া ও আপনাদের ভালোবাসাই আমিও ভালো আছি। সময়ের অভাবে পোষ্ট লিখতে পারিনা। তাই আজ সময় নিয়ে লিখতে বসছি। তো এখন যে পোষ্ট করছি তা হলো কেও যদি আপনার থেকে ফোন হুট করে কেড়ে নিলে, যে অ্যাপে কাজ করছিলেন তা উধাও হয়ে যাবে [২য় পর্ব]। আমি মোঃ বাধন আছি আপনার সাথে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আমার জন্য দোয়া করবেন।

বিষয়ঃ কেও যদি আপনার থেকে ফোন হুট করে কেড়ে নিলে, যে অ্যাপে কাজ করছিলেন তা উধাও হয়ে যাবে [২য় পর্ব]।
বিস্তারতঃ-
Image অনুযায়ী কাজ করুন →↓←
১০. এই প্লাস আইকনে ক্লিক করুন।

১১. create এ ক্লিক করুন।

১২. event এ ক্লিক করুন।

১৩. sensor এ ক্লিক করুন।

১৪. shake এ ক্লিক করুন।

১৫. axis এখানে left-right default ভাবে থাকে। এখানে ক্লিক করুন। দেখতে পাবেন left-right, up-down, backwards-forwards আছে। আপনার ইচ্ছা অনুযায়ী দিবেন।
১৬. sensitivily এখানে medium default ভাবে থাকে। আপনি very low দিয়ে দিবেন। এটার কাজ হচ্ছে সময়ের সাথে আপনি রেজাল্ট দেখতে চান কিনা। very low পেটের কাজ হল সবচেয়ে বেশি সময় নিয়ে তারপর আপনার রেজাল্ট দেখাবে। এভাবে নিচের দিকে যেতে থাকলে সময় একটু কম নিবে। very high এটা সবচেয়ে কম সময়।
১৭. duration এখানে medium default ভাবে থাকে। আপনি very short দিয়ে দিবেন। এটার কাজ হচ্ছে সময় কে নিয়ন্ত্রণ করা। অর্থাৎ আপনি কত সময়ের মধ্যে দেখতে চাচ্ছেন কাঙ্খিত ফলাফল। very short এটি সবচেয়ে কম সময়ে কাজ করে। এভাবে নিচের দিকে যেতে থাকলে সময় একটু বেশি নিবে। very long এটা সবচেয়ে বেশি সময়।

১৮. new task এর প্লাস আইকনে ক্লিক করুন।

১৯. আপনি যে কাজ করতে চাচ্ছেন সেই রিলেটেড নাম দেন।
২০. টিক চিহ্ন না ক্লিক করুন।

২১. প্লাস আইকনে ক্লিক করুন।

২২. app এ ক্লিক করুন।

২৩. launch app এ ক্লিক করুন।

২৪. কেউ ফোন কেড়ে নেয়ার সময় যে অ্যাপ দেখতে পাবে সেটি সিলেক্ট করুন।

২৫. আমি যে অ্যাপ নিছি সেটি দেখাচ্ছে। এখন আপনি ব্যাক বাটন প্রেস করে পিছনে চলে আসুন।

২৬. ok তে ক্লিক করুন।

২৭. আমি যে অ্যাপ নিছি সেটি দেখাচ্ছে aplayer নামে। এখানে ক্লিক করুন।

২৮. আমাদের কাজ শেষ। এখন থেকে ডান বাম দিকে কেউ টান দিলে আপনি যে অ্যাপ ব্যবহার করবেন সেটা চলে গিয়ে এই অ্যাপটা চলে আসবে।
২৯. টিক চিহ্নে ক্লিক করে বেরিয়ে আসুন।

৩০. এখন আমাদের আর একটু কাজ বাকি আছে। যে অ্যাপ টি শো করবে। ওই অ্যাপটি কে জাস্ট হাইড করে দিতে হবে। তার জন্য আপনাকে মোবাইলের সিস্টেম অপশনে যেতে হবে। ওইখানে অ্যাপ লক নামে যদি কোন সিস্টেম আপনার থাকে। তাহলে সেখান থেকে অ্যাপ হাইড করে দেন। আর যদি না থাকে। তাহলে একটা হাইড অ্যাপ নামে অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আমার ফোনে এই সিস্টেম আছে। তাই আমি দেখাচ্ছি। আমি আমার কাঙ্খিত অ্যাপটি খুঁজে নিয়েছি। এখানে ক্লিক করুন।

৩১. যতগুলো অপশন পাবেন সব on করে দিয়েছি। এখন অ্যাপটি লক হয়ে গেছে। সাথে হাইডও হয়ে গেছে।

৩২. তো এখন চেক করে দেখব যে কাজ করছে কিনা। তো আমি একটা মেসেজ ওপেন করলাম। এখানে কিছু টাইপ করলাম।
৩৩. আমি এখানে নাম্বার দিলাম। আচ্ছা মূল ব্যাপার টা হল যে। আমি যে অ্যাপটি ব্যবহার করছি। সেই অ্যাপ আমি চাই অন্য কেউ না দেখুক। এক কথায় হলো আপনি যেই অ্যাপ ব্যবহার করেন না কেন সেই অ্যাপ থেকে আপনাকে বের করে দিয়ে ওই অ্যাপটি চালু করে দিবে। এর দ্বারা যে ব্যক্তি ফোন কেড়ে নেবে। সে আর বুঝতে পারবে না যে আপনি কি কাজ করছিলেন।

৩৪. দেখো আমার ফোনটি টান দেওয়ার সাথে সাথে ওই অ্যাপটি চালু হয়ে গেছে।

৩৫. আমরা যে কাজটি করছি তা শুধু ডান বামের কাজ করছি।
৩৬. তারপর যে কাজটি করছি তা শুধু উপরে নিচের কাজ করবে।
৩৭. এরপর যে কাজটি করছি তা শুধু সামনে পিছনের কাজ করবে।
৩৮. সব দিকে কাজ করার জন্য আপনাকে আরো (৩৬ &ও ৩৭) এই দুটি প্রোফাইল ঐ একই নিয়মে করতে হবে। শুধু ১৫ নম্বর up-down দিয়ে একটি প্রোফাইল বানাবেন। এবং backwards-forwards দিয়ে আরো একটি প্রোফাইল বানাবেন। আমি করেছি।

আজ এ পর্যন্ত। কোনো সমস্যা হলে comment করে জানাবেন। যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমার চোখে দেখবেন। নিজে ভালো থাকুন আর Trickbd এর সাথেই থাকুন। আর একটা কথা অনেক কষ্ট করে লেখি তাই দয়া করে Like দিতে ভুলবেন না। আপনার দেওয়া একটি Like আমাদের লেখার আগ্রহ বাড়াই। এটা নিয়ে এর আগে Trickbd তে কেও বিস্তারিত ভাবে পোষ্ট করেছে কি না আমার জানা নেই। যদি থাকে তো লিংক সহ কমেন্ট করে জানবেন।

কেও যদি আপনার থেকে ফোন হুট করে কেড়ে নিলে, যে অ্যাপে কাজ করছিলেন তা উধাও হয়ে যাবে [১ম পর্ব]।
অবশ্যই নামায পরতে ভুলবেন না।

প্রয়োজনে যোগাযোগ করতে পারেনঃ-

নাম: MD Badhon
ফেসবুক: Click Here

ন্যবা