?আসসালামুআলাইকুম,কেমন আছেন সবাই?? আশা করি ট্রিকবিডির সাথে আছেন এবং ভালই আছেন।
?কি লিখব কিছু ভেবেই পাই না। কপি পেষ্ট করতে পারলে দিনে অসংখ্য পোস্ট দিতে পারতাম। যাইহোক আজকের বিষয় ও অ্যাপ নিয়ে কারন আমার সৃজনশীল জ্ঞান খুব কম তাই কোন বিষয় বস্তুর বিশ্লেষণ ছাড়া আর কিছু দিতে পারি না।
?আজকে আপনাদের নিকট নিয়ে এলাম একটি অসাধারণ অ্যাপ যা দ্বারা আপনি সহজে একটি apk বানাতে পারবেন। [এটি ছোটখাট অ্যাপ বানানোর জন্যে ইউস করতে পারেন]
?এটি অবশ্য সম্পূর্ণ নির্ভর করে আপনি কতটুকু কোডিং জানেন তার উপর।
? ত দেখে নিন কিছু পিক, সাথে ব্যবহারের কিছু নির্দেশনা:
?নিচের ছবিটি দেখেন, এইখানের new লেখাতে ক্লিক করেন।
?তারপর App1/App2/App3 এইরকম folder আসবে এর ভিতরে ডুকোন।
Label: এখানে আপনার অ্যাপ এর নাম দিন।
Icon: এখানে আপনার অ্যাপ এর আইকন সিলেক্ট করুন।
Content: এখান হচ্ছে আসল এখানে অ্যাপ এর ভিতর কি কি মালমশলা দিবেন তা ঠিক করবেন আপনি। এটা ঠিক ওয়াপকা তে যেভাবে কোড বসান সেইভাবে এখানেও সব কোড এর ব্যাপার।[আগেই বলেছি কোডিং সম্পর্কে কিছু ধারনা থাকতে হবে।(৩ নং S.S টা দেখুন)
?Content এর কাজ শেষ হলে ব্যাক বাটন এ ক্লিক করুন এবং build বাটন এ ক্লিক করে ইন্সটল করুন আর ইউস করুন নিজের বানানো অ্যাপ।
আমার শেয়ার করতে ভাল লাগে। শিখতেও ভাল লাগে
তাই ট্রিকবিডি তে আসি।
অনেক কস্ট ও সময় নিয়া লিখছি কেও কপি করবেন না
করলে ক্রেডিটটা দিয়েন & Stay Always With