প্রাসঙ্গিক আলোচনা===>
আপনারা অনেকেই হয়তো এখনো Screen Record করতে পারেন না।
যারা ফোন Root করেন নি তাদের বেশিরভাগই না করার দলে।
আর যারা Root করেছেন,তাদের মধ্যেও হয়তো অনেকেই এখনো Screen Recording করেন নি।
অনেকেই আবার জানেনা যে,এটা কি?
খায় না গায়ে দেয়!!
যাই হোক,
Screen Recording হল ফোনের Screen এ চলমান সকল কাজ এর ভিডিও করা।
যেমন Screen Shot নিলে ফোনের যে কোন অবস্থার চিত্র দেখা যায়,
তেমনি Screen Record করলে ফোনের চলমান কাজ সমূহের ভিডিও চিত্র সংরক্ষিত থাকবে।
এই System টি মূলত টিউটোরিয়াল তৈরির কাজে ব্যবহৃত হয়।
কিন্তু আপনি চাইলে এখন মজা করার জন্যও এই Process ইউজ করতে পারেন।
তো,
মূল কথায় আসি…………
সম্পূর্ণ Process===>
প্রথমে নিচের লিংক থেকে এপস টি ডাউনলোড করুন।
Samsung এর জন্য এই এপস টা======> অন্যান্য ফোনের জন্য এটা ডাউনলোড করুন====>Install শেষে নিচের চিত্রের মত একটি এপস দেখবেন।
এই এপস এ Click করলে Screen এর এক পাশে একটি Floating Icon দেখতে পাবেন।
উক্ত Icon এ ক্লিক করলে,নিচের চিত্রের মত Option দেখতে পাবেন।
এখান থেকে Video Icon মানে সবার উপরে যে Icon টা রয়েছে,
সেটায় ক্লিক করুন।
তাহলেই Screen recording চালু হবে।
আর যদি Recording বন্ধ বা Pause করতে চান,
তাহলে আবার ঐ Floating Icon এ ক্লিক করুন এবং আপনার পছন্দের Option টি Select করুন।
তাছাড়া আপনি চাইলে এই এপস এর Settings Menu থেকে ইচ্ছেমত Settings করে নিতে পারেন।
চিত্রে দেখুন==>
আর হ্যা,
আপনি যদি Settings Menu তে যেতে চান,
তাহলে আপনাকে Floating Icon এর Option গুলো হতে Middle Icon টাতে click করতে হবে।
ঐ Icon টা Second Screen Shot টাতে দেখুন।
পরিশেষ ====>
কোন সমস্যা হলে আমাকে জানান।
FaceBook-এ আমি
আর,
আমার জন্য একটু দোয়া করবেন।