আসসালামু আলাইকুম আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালই আছেন।
আমরা প্রায়ই আমাদের প্রিয় ফোনটির স্ক্রিন অন করার জন্য পাওয়ার বাটন এ ক্লিক করে থাকি।
দিনে অন্তত ২০-১০০ বার ঐ বাটনে ক্লিক পড়বেই। যার কারনে ঐ বাটনে অতিরিক্ত চাপ পড়ে নষ্ট হতে পারে।
কেউ কেউ সারাদিন অনেক চেষ্টা করে বাটনটিকে বাঁচানোর।
আবার কেউ স্ক্রিন অফ এর জন্য আলাদা এপস ইউস করে কিন্তু স্ক্রিন অন করার জন্য ঐ বাটনে চাপ দেওয়াই লাগে।
তাই আজ আপনাদের দেখাব কিভাবে ডাবল ট্যাপ করেই স্ক্রিন অফ বা অন করা যায়। আর মজার বিষয় এতে কোনো রুট লাগে না।
কীভাবে কী করবেন?
Size:900+250 only
## Knockon Pro ডাউনলোড করুন।
Download apk: Click Here Download
N.B Download করার জন্য প্রথমে Slow Download।তাপরে নিচে Secend শেষ হলে তার উপরের Captcher লিখে Download link এ ক্লিক করেন তারপরে link এ ক্লিক করেন।
## ইনস্টল করুন।
## ওপেন করে Start the App দিন।
## Activate এ ক্লিক করুন।
## নিচের চিত্রের মতসেটিংস এ যান এবং Wake on tap এ টিক দিন।
## Show on notification এ টিক দিন।
## কাজ শেষ। এবার ফোনের Home এ যান এবং দুইবার ট্যাপ করুন।
## স্ক্রিন অন করতে পুনরায় দুইবার ট্যাপ করুন।
আমার টিউনে যদি কোন /একটুও/তিলপরিমাণ ও ভুল হইয়ে থাকে তবে আমি আন্তরিকভাবে দুঃখিত।দয়া করে সেটা ক্ষমার চোখে দেখবেন।সবাই ভাল থাকবলন ধন্যবাদ।