Site icon Trickbd.com

আর ভয় নেই, হারিয়ে গেলেও খুজে পাবেন আপনার শখের Android ফোনটি সাথে ফোন চোরকেও ধরতে পারবেন

Unnamed

প্রথমেই সালাম জানায় সকল বন্ধুদের, আসসালামু আলাইকুম।

আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালই আছেন আমিও খুব ভাল আছি আল্লাহর রহমতে।
তবে শুরু করি আমার আজকের টিউন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো Android এর একটা খুব দরকার এপ্স।

★ এটি দিয়ে আপনি আপনার হারানো ফোন খুজে পাবেন

★ চোর ধরতে পারবেন।

★ ১ মে এপ্সটি ডাউনলোড করে নিন এখান থেকে ডাউনলোড

Click Here To DownLoad Now

★ সাইজঃ মাত্র ৫.১১ এমবি

★ স্কিনসোর্টটি দেখে নিন

★ তারপর ইন্সটল করে ওপেন করুন।

★ সাইন আপ করুন।

★ ইমেইল ভেরিফাই করেন।

★ নাম্বার এড করেন।

★ পরে আবার ডাটা ক্লিয়ার করে নতুন করে লগিন করেন।

দেখবেন আপনার ফোনের সকল তথ্য দেখাচ্ছে।।
মডেল, imei নাম্বার, সিম নাম্বার। লোকেশন।
তার মানে বুঝতেই পারছেন। যদি কেউ সিম পুরে, তবে আপনি সহজেই নাম্বার পেয়ে যাবেন। আর যেভাবে পাবেন, ধরেন আপনার ফোন হারিয়ে গেল।
তখন ওই এপ্সটি অন্য ফোনে ইন্সটল দিয়ে, আপনার একাউন্টে লগিন করুন। তারপর আপনার ফোন ট্রাক/সার্চ ক্র্যন। অবশ্যই gps অন করে কাজ করবেন। তা না হলে লোকেশন ট্রাক করতে পারবে না। আর আপনি ইচ্ছা করলেই, আপনার ফোনে কল দিতে পারবেন, এস এমএস দিতে পারবেন, ডাটা /মেমোরি ফরম্যাট /ফোন ফরম্যাট দিতে পারবেন। অর্থাৎ ওই এপ্সেই সকল কাজ।

তাহলে বুঝতেই পারছেন। এপ্সটির কত টুকু ক্ষমতা। তাই এক্ষুণি ডাউনলোড করে নিন। প্রয়োজনীয় এই এপ্সটি।

অনলাইনে ইনকাম করতে চান তাহলে দেরি না করে দ্রুত এখানে আসুন, বেকার ঘরে বসে থাকার চেয়ে বিনা পরিশ্রমে পড়াশুনার পাশাপাশি আপনিও ইনকাম করুন দৈনিক ৩০০-৩৫০ টাকা।